ঢাকা থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, টিকেট এবং টিকেট মূল্য সহ সকল তথ্য।

মৈত্রী এক্সপ্রেস  ঢাকা-কলকাতা চলাচলকারি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাতায়াত করে।  মৈত্রী এক্সপ্রেস চালু হয় ৫২ বৎসর পর। মৈত্রী শব্দের অর্থ হল বন্ধুত্ব। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল, বাংলা পহেলা বৈশাখের দিন থেকে দুই দেশের সরকারি পর্যায়ে দ্বি-সাপ্তাহিক ট্রেন পরিসেবা চালু করা হয়।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা এবং কলকাতার মধ্যে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন।  মৈত্রী শব্দের অর্থ বন্ধুত্ব। ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস এখন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক শুক্রবার ১৪ এপ্রিল ২০১৭ সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এই নতুন সেবার উদ্বোধন করেছেন।

মৈত্রী এক্সপ্রেস

মৈত্রী এক্সপ্রেস হল কলকাতা এবং ঢাকার মধ্যে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন। আন্তর্জাতিক ট্রেনটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে। মৈত্রী শব্দের অর্থ বন্ধুত্ব। এই বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন এই ট্রেন চালু হয়।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে প্রতিদিন চলাচল করে শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে।ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়। ট্রেনটি সপ্তাহে চারদিন এই রুটে চলাচল করে থাকে।মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা যায় সপ্তাহে ৪ দিন। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার।মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা যায় সপ্তাহে ৪ দিন। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার।

দিন যাত্রা স্টেশন গন্তব্য স্টেশন ট্রেন নাম্বার রেক
শুক্রবার ঢাকা কলকাতা ৩১০৭ বাংলাদেশ
শনিবার কলকাতা ঢাকা ৩১০৮ বাংলাদেশ
রবিবার কলকাতা ঢাকা ১৩১০৯ ভারতীয়
সোমবার ঢাকা কলকাতা ১৩১১০ ভারতীয়
মঙ্গলবার কলকাতা ঢাকা ১৩১০৯ ভারতীয়
বুধবার ঢাকা কলকাতা ১৩১১০ ভারতীয়
বৃহস্পতিবার

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট বাংলাদেশ ও ভারত দুই জায়গা থেকে নিতে পারবেন। মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এসি সিট এবং এসি চেয়ার এই দুই ধরণের আসন ব্যবস্থা আছে। যাত্রীদের থেকে প্রত্যেক টিকেটের ক্ষেত্রে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স প্রদান বাধতামূলক। ট্রাভেল ট্যাক্স সহ এসি সিটের জনপ্রতি টিকেটের মূল্য ৩৪০০ টাকা এবং এসি চেয়ার টিকেটের মূল্য ২৫০০ টাকা।  মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের টিকিট মূল্য তুলে ধরেছি।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা ভাড়া

AC কেবিন ২৫২২ টাকা + ৩৭৮ টাকা (ভ্যাট)+ ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স ৩৪৩৫ টাকা
AC চেয়ার ১৭৪৮ টাকা +২৫২ টাকা ( ভ্যাট ) + ৫০০ ট্রাভেল ট্যাক্স ২৪৫৫ টাকা

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটার তথ্য

বাংলাদেশের মধ্যে ঢাকা কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন। ঢাকার কমলাপুর রেল ষ্টেশন হতেপ্রতিদিন সকাল ৯ টা থেকে রাত টা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট আলাদা কাউন্টারে দেওয়া হয়। সকল যাত্রী ৩০ দিন আগে থেকে আগ্রিম টিকিট কাটাতে পারবেন। কলকাতা হতে ঢাকায় আসার ট্রেনের টিকিট ২০ শতাংশ আসনের টিকেট ঢাকার কমলাপুর স্টেশন থেকে নিতে পারবেন এবং ৮০ শতাংশ টিকেট কলকাতা থেকে সংগ্রহ করতে পারবেন। ভিসা পেলেই মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকেট কাটতে পারবেন।

Leave a Comment