কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় এর সকল তথ্য ২০২৩ কলকাতা নাইট রাইডার্স খবর

আইপিএল শুরু থেকে যে দলগুলি প্রতি আসরে অংশ গ্রহন করছে তারমধ্যে কলকাতা নাইট রাইডার্স দলটি অন্যতম। ২০০৮ সাল থেকে সকল আসরে নিয়মিত খেলছে দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা শহর থেকে প্রতিনিধিত্ব করে থাকে। বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান এই দলের কর্ণধার। IPL এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স একটি সফল দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশ গ্রহণ করা দলের মধ্যে কলকাতা অন্যতম একটি ধনী দল। কলকাতা নাইট রাইডার্স টিম, খেলোয়াড় ২০২৩, প্লেয়ার লিস্ট, মালিক নিয়ে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব।

কলকাতা নাইট রাইডার্স মালিক

কলকাতা নাইট রাইডার্স এর স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর মালিক বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, ফলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক বলিউড বাদশা শাহরুখ খান। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ফ্র্যাঞ্চাইজিতে 55% শেয়ার রয়েছে, অন্যদিকে মেহতা গ্রুপের বাকি 45% শেয়ারের মালিকানা রয়েছে। মেহতা গ্রুপ চেয়ারম্যান জুহি চাওলা। নাইট রাইডার্স দলের অফিসিয়াল থিম গান হল: করব, লড়ব, জিতব রে। জার্স অফিশিয়াল রং হল বেগুনি ও সোনালী।

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৩

আইপিএলের নিলাম গত বছর ২৩ শে ডিসেম্বর সম্পন্ন হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ৩১ মার্চ ২০২৩ থেকে শুরু হবে। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা উপস্থাপন করা হল।

কলকাতা নাইট রাইডার্স দলের মূল অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে, দলের অন্তবর্তীকালীন অধিনায়ক করা হয়ছে নীতিশ রানা।

কলকাতা প্লেয়ার লিস্ট 2023

বর্তমান স্কোয়াড ব্যাটসম্যানঃ 

  • নিতিশ রানা (C)
  • ভেঙ্কটেশ আইয়ার
  • মনদীপ সিং
  • রিংকু সিং
  • এন জগদীসান (W)

বর্তমান স্কোয়াড বোলারঃ

  • উমেশ যাদব
  • শার্দুল ঠাকুর
  • বরুন চক্রবর্তী
  • সুয়াস শর্মা
  • বৈভব অরোরা
  • অনুকূল রায়
  • হর্ষিত রানা
  • কুলবন্ত খেজরোলিয়া

বর্তমান স্কোয়াড বিদেশী খেলোয়াড়ঃ

  • লিটন দাস
  • রহমানুল্লাহ গুরবাজ
  • আন্দ্রে রাসেল
  • সুনীল নারিন
  • সাকিব আল হাসান
  • ডেভিড ভিসা
  • টিম সাউদি
  • লকি ফার্গুসন

কলকাতা নাইট রাইডার্স টিম

কলকাতা নাইট রাইডার্স টিম সম্পর্কে গুরুত্ব পূর্ণ কিছু তথ্য তুলে ধরব। এই সকল তথ্য গুলি নাইট রাইডার্স ভক্তদের জানা উচিত।

২০২৩ আইপিএলে কলকাতার অধিনায়ক কে ?
⇒নিতিশ রানা অন্তবর্তীকালীন তবে মূল অধিনায়ক হল শ্রেয়াস আইয়ার, ইনজুরির কারণে দলে অনুপস্থিত।

কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল জিতেছে ?

⇒২ বার , ২০১২ এবং ২০১৪ সালে। দুইবারই অধিনায়ক ছিল গোতম গাম্ভীর।

কেকেকেআর (KKR) হয়ে আইপিএলে ১০০ রান কে করেছিলেন?

⇒ ব্রেন্ডন ম্যাককালাম এবং ভেঙ্কটেশ আইয়ার।

Leave a Comment