নৈহাটি রেলওয়ে স্টেশন নৈহাটি-ব্যান্ডেল লিঙ্কের একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। নৈহাটি রেলওয়ে ষ্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। নৈহাটি ষ্টেশনটি দেখতে অনেক পরিষ্কার ও পরিচ্ছন। বর্তমান সময়ে ষ্টেশনটি আরও বেশি আধুনিক ও জনবান্ধব করা হয়েছে।
ব্যান্ডেল রেলওয়ে ষ্টেশনটি হাওড়া ও বর্ধমান যাওয়ার প্রধান রেল রুট।ষ্টেশনটি হুগলি জেলায় অবস্থিত।ব্যান্ডেল-নৈহাটি শাখার উৎপত্তি এই স্টেশনেই। বহু সংখ্যক দুরপাল্লার ট্রেন এই স্টেশনে এসে থামে। এটি হুগলই জেলার সবচেয়ে বৃহৎ। নৈহাটি থেকে ব্যান্ডেল রুটে লোকাল ট্রেনের সময় নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনের সময় ২০২৪
প্রতিদিন নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত অনেক যাত্রী যাতায়াত করে থাকে। নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন নিয়মিত যাতায়াত করে। সকল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উক্ত রুটে চলাচলা কারি সকল লোকাল ট্রেনের সূচি দেখুন।
Naihati to Bandel Train Time Morning
নৈহাটি-ব্যান্ডেল লাইনে মোট ১৮ টি ট্রেন চলাচল করছে। নৈহাটি থেকে ব্যান্ডেল ট্রেন চলাচল শুরু হয় সকাল ৬ থেকে এবং রাত ৯ টা পর্যন্ত পর্যায়ক্রমে চলতে থাকে। নিচে তুলে ধরা হল
- সকাল ৬ টা ১৮ মিনিট।
- সকাল ৭ টা ৩০ মিনিট।
- সকাল ৭ টা ৫৫ মিনিট।
- সকাল ৮ টা ৩৩ মিনিট।
- সকাল ৯ টা ৪২ মিনিট।
- বিকেল ৫ টা ১৮ মিনিট।
- সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট।
- সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট।
- রাত ৯ টা ১৫ মিনিট।
ব্যান্ডেল-নৈহাটি লোকাল ট্রেনের সময়
নৈহাটি থেকে যেমন লোকাল ট্রেন ব্যান্ডেল চলাচল করে ঠিক তেমনি ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ট্রেন চলাচল করে। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ট্রেন সকাল ৫ থেকে শুরু হয়।
- সকাল ৫ টা ৩২ মিনিট।
- সকাল ৬ টা ৪৫ মিনিট।
- সকাল ৭ টা ২১ মিনিট।
- সকাল ৮ টা ২ মিনিট।
- সকাল ৯ টা ১২ মিনিট।
- বিকেল ৪ টা ৫০ মিনিট।
- সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিট।
- সন্ধ্যা ৭ টা ২০ মিনিট।
- রাত ৮ টা ৩৫ মিনিট।
যেহেতু লোকাল ট্রেন যাতায়াত করে ফলে সময়ের কিছু পরিবর্তন হতে পারে। আমরা আপনাদের সুবিধার জন্য লোকাল ট্রেনের যে সময় উল্লেখ করেছি , এই সময় থেকে হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে।
নৈহাটি থেকে ব্যান্ডেল ট্রেন ষ্টেশনের দূরত্ব ১৯ কিলোমিটারে একটু বেশি। যেতে সময় লাগে ৪০ মিনিট এর মত।