শিলিগুড়ি কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত জায়গা ও বিখ্যাত খাবার জেনে নিন!

১৯৩১ সালে শিলিগুড়ি প্রথম একটি শহরের মর্যাদা লাভ করে। ১৯৪৭ সালে পাক-ভারত বিভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে প্রচুর শরনার্থীর সমাগম হয়।শিলিগুড়ি ভারতের পশ্চিম বাংলার একটি শহর। উত্তর পশ্চিম বাংলার একটি আকর্ষণীয় শহরে পরিণত হয়েছে। শহরটি দক্ষিণ হিমালয়ের তরাই অঞ্চলে, মহানন্দা নদীর পশ্চিমে অবস্থিত। হিমালয়ের কাছাকাছি শিলিগুড়ি শহর হওয়ায় প্রতি বছর অনেক পর্যটক ঘুরতে আসে এই শহরে। মহানন্দা নদীর পশ্চিমে ও দক্ষিণ হিমালয়ের তরাই অঞ্চলে অবস্থিত।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শিলিগুড়ি শহরের দৈর্ঘ্য ৪৮ দশমিক ৩ বর্গকিলোমিটার। শিলিগুড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগের কেন্দ্রবিন্দু। অনেক পর্যটক শিলিগুড়ি ভ্রমণ করার চিন্তা করছেন তাদের জন্য আমার পোষ্টটি বিস্তারিত গুরুত্ব পূর্ণ কিছু তথ্য তুলে ধরব। শিলিগুড়ি কিসের জন্য বিখ্যাত, এখানে ঘোরার জন্য বিখ্যাত জায়গা, বিখ্যাত খাবার সমূহ নিয়ে আলোচন করেছি। আমাদের প্রধান লক্ষ্য শিলিগুড়ি সম্পর্কে সকল তথ্য গুলি তুলে ধরা। আপনি সকল তথ্য জানলে আপনার ভ্রমণ আরও বেশি সুন্দর হবে।

শিলিগুড়ি কিসের জন্য বিখ্যাত?

শিলিগুড়ি শহর আপন মহিমায় এর সোন্দার্য বিলিয়ে যাচ্ছে। প্রতি বছর অনেক পর্যটক শিলিগুড়ি বেড়াতে যায়। এই শহর টি বিভিন্ন কারণে মানুষের মনকে জয় করে নিয়েছে। শুধু একটি কারণে বিখ্যাত হয়ে ওঠেনি, বিভিন্ন কারণে মানুষের পছন্দের শীর্ষে থাকার কারণে বিখ্যাত হয়ে ওঠেছে।

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার” হিসেবেও পরিচিত। শিলিগুড়ির খ্যাতি প্রধানত চা, কাষ্ঠ ও পর্যটন শিল্পের জন্য।শিলিগুড়ি দার্জিলিং জেলার বৃহত্তম শহর। ভারতের শৈল শহর ও পর্যটন কেন্দ হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। শহরটির দৈর্ঘ্য মাত্র ৪৮.৩ বর্গকিলোমিটার। হিমালয়ের পাশে হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দার্য দেখলে সবাই বিমোহিত হয়।

শিলিগুড়ি শহরে একটি আকর্ষণীয় হল ট্র্যয় ট্রেন খাড়া পাহাড় বেয়ে ট্রেন চলাচল করার ফলে প্রকৃতির আসল রুপ উপভোগ করা যায়। পাহাড়ের মনোরম দৃশ্য,মিরিক, কাঞ্চনজউঘা স্টেডিয়াম, হংকংবাজার, জলদাপাড়া, গরুমারা, কোচবিহার, কালিঝোড়া, মহানন্দা, ওয়াইন্ড লাইফ স্যাংচুয়ারি, মহানন্দা নদীবক্ষসৃহ সুকনা শিলিগুড়ির উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সালুগড়আশ্রম, বেঙ্গলসাফারি পার্ক, দার্জিলিং হিমালয় রেলওয়ে , ইসকনমন্দির, মধুবন পার্ক এই সকল কিছু শিলিগুড়ি আকর্ষণীয়ের কেন্দ্রবিন্দু।

শিলিগুড়ি বিখ্যাত সব জায়গা

১। বেঙ্গল সাফারি পার্ক

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ঘুরতে গেলে শিলিগুড়ির আসল সৌন্দার্য দেখতে পাবেন। বিভিন্ন প্রজাতির পাখির সন্ধান মিলবে। রয়েল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ঘড়িয়ালসহ অনেক বন্যপ্রাণীও রয়েছে এখানে। সব বয়সের পর্যটকরা বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করতে পারবেন।

২। দুধিয়া

শিলিগুড়ি বিখ্যাত জায়গার মধ্যে দুধিয়া সকল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। দুধিয়া বালাসোন নদীর তীরে অবস্থিত, প্রকৃতির মধ্যে সাজানো গোছানো সুন্দর ছোট্ট একটি গ্রাম৷ সুন্দর সুন্দর ছবির আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করে, এটিকে ঘিরে রেখেছে চা-বাগানগুলি৷ শিলিগুড়ি ঘুরতে গেলে আপনার ভ্রমণ করার একটি উৎকৃষ্ট স্থান৷

৩।সায়েন্স সিটি

শিলিগুড়ি শহরে অন্যতম একটি সুন্দর জায়গা হল সায়েন্স সিটি। বিজ্ঞান কেন্দ্র প্রায়ই তার প্ল্যানেটোরিয়াম এবং প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রের জন্য পরিদর্শন করা হয়। এগুলি ছাড়াও, কেন্দ্রটিতে মজাদার বিজ্ঞান গ্যালারি, 3 ডি থিয়েটার, তারা-মন্ডলা, আলো, আয়না এবং চিত্র গ্যালারির মতো বিভিন্ন আকর্ষণ রয়েছে। সকল বয়সের মানুষ এখানে যেতে পারে।

৪। চিলাপাতা অরণ্য 

বৈচিত্র্যপূর্ণ একটি প্রাকৃতিক সৌন্দার্য উপভোগ করতে চাইলে চিলাপাতা অরণ্য ঘুরে আসতে পারেন। চিলপাতা জঙ্গল, বিলুপ্ত হওয়ার পথে থাকা একশৃঙ্গ গন্ডার, বুনো মোষ, চিতা, এবং অপরূপ সৌন্দার্য সৃষ্টি করার মতো একটি বিস্তৃত পরিধির প্রজাতির প্রজাপতি এবং ২০ টিরও বেশি প্রজাতির সরিসৃপ সাপ দেখতে পাবেন ৷ তোর্ষা আর বানিয়া নদীর তীর দিয়ে ঘিরে রাখা, গভীর বনাঞ্চলটি হল শিলিগুড়ি বিখ্যাত জায়গার মধ্যে অন্যতম।

৫। হংকং মার্কেট

প্রাকৃতিক সোন্দার্যের জন্যই নয়, এটি আরো আকর্ষণের জন্যও বিখ্যাত, যার মধ্যে রয়েছে শপিং মল এবং বাজার। হাজারো পণ্যের পসরা বসিয়ে সাজানো থাকে হংকং মার্কেট। হংকং মার্কেট হল শহরের বাণিজ্যিক কেন্দ্র। অসংখ্য বাজার এবং রাস্তায় আমদানিকৃত পণ্য বিক্রি হয়। আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেট আছে গ্রাহক এবং পর্যটক উভয়ই আকর্ষণ করে।

৬। করোনেশন ব্রিজ

শিলিগুড়ি বিখ্যাত টুরিস্ট ভ্রমণ করার যে কয়েকটি জায়গা আছে করোনেশন ব্রিজ অন্যতম জায়গা দখল করে আছে। করোনেশন ব্রিজ শিলিগুড়ি শহরে থেকে একটু দূরে অবস্থিত। সুনসান নিরবতা ও প্রকৃতির অপরুপ সৌন্দার্যের মাঝে ব্রিজটি অবস্থিত। ব্রিজটি এটির প্রযুক্তি-কৌশল এবং নকশা উভয়ের জন্যই সুবিখ্যাত।

৭। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ট্রয় ট্রেনের জন্য দার্জিলিং সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। জলপাইগুড়িকে দার্জিলিং এর সঙ্গে সংযুক্ত করে৷ সু-পরিচিত টয় ট্রেন যায় কার্শিয়ং এর মধ্যে দিয়ে দার্জিলিং আর শিলিগুড়ির মধ্যে যোগাযোগ স্থাপন করতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন কোচগুলি এবং সাম্প্রতিককালে সংযোজিত প্রাচুর্যপূর্ণ ভিস্টা ডোম কোচগুলি হল টয় ট্রেনের প্রতি টুরিস্টদের আকর্ষণ করার জন্য কাজ করে যাচ্ছে।

৮। উত্তর বঙ্গ সায়েন্স সেন্টার

শিলিগুড়ি বিখ্যাত কিছু জায়গার মধ্যে উত্তর বঙ্গ সায়েন্স সেন্টার সবার কাছে সবার কাছে জনপ্রিয় হয়ে আছে। টি-রেক্সের নকল মূর্তিটি, যেটি প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করার সময়ে আপনাকে স্বাগত জানায়, সন্দেহাতীতভাবেই প্রদর্শনীর প্রকৃত নক্ষত্র৷ এই স্থানটি সহজেই আপনি ভ্রমণ করতে পারবেন।

শিলিগুড়ির কিছু বিখ্যাত খাবার

১। বিরিয়ানি

বিরিয়ানি শিলিগুড়ির একটি বিখ্যতা খাবার। শিলিগুড়ি শহরে বিভিন্ন রকমের বিরিয়ানি পাওয়া যায়। একেক জায়গার বিরিয়ানি একেক রকমের স্বাদ পাবেন। শিলিগুড়ি বেড়াতে গেলে এখানকার বিরিয়ানির স্বাদ সবাই নিতে চাই। বিরিয়ানির জনপ্রিয়তার কারণে প্রায় ৩০০ হোটেলে বিরিয়ানি তৈরি করা হয়।

২। লেবু-ঝালে’ মাখা ভুট্টা

শিলিগুড়ির বিভিন্ন স্থানে, মোড়ের অলিগলিতে দেখতে পাবেন ভুট্টা। শিলিগুড়ির সুন্দর মনরম পরিবেশের সাথে মিশে আছে পাহাড়, সেখানে কুয়াশা মোড়া রাস্তায় দাঁড়িয়ে লেবু, লঙ্কা দেওয়া মিষ্টি ভুট্টা খাওয়া অনেক পর্যটকের পছন্দের।

৩। ডিম-ঘুগনি

ডিম-ঘুগনি শিলিগুড়ির একটি জনপ্রিয় খাবার। বিধান রোডে এই সব খাবারের পসরা বসিয়ে থাকে। যে সকল পর্যটক শিলিগুড়ি ঘুরতে যায় তারা এই সকল খাবারের স্বাদ সবাই নিয়ে থাকে।

৪। পাঞ্জাবি খাবার 

শিলিগুড়ি বিখ্যাত খাবারের মধ্যে পাঞ্জাবি খাবার খুবই জনপ্রিয়। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পাঞ্জাবি খাবার পাওয়া যায়। পাঞ্জাবি খাবারের স্বাদ নিতে হলে আপনাকে শিলিগুড়ি যেতে হবে।

৫। বিভিন্ন চাইনিজ খাবার 

শিলিগুড়ি বিভিন্ন খাবারের মধ্যে পাওয়া যায় চাইনিজ খাবার। এই সব চাইনিজ খাবার দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক সুস্বাদু।

Leave a Comment