মিলনছড়ি, বান্দরবান- ভ্রমণের বিস্তারিত সকল তথ্য

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবান জেলা।পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর এই বান্দরবান জেলা।প্রাকৃতিক সৌর্ন্দযের অবারিত সমারোহ এবং মেঘের রাজ্য ছুঁয়ে দেখার ইচ্ছে যদি থাকে, তাহলে ঘুরে আসতে পারেন মিলনছড়ি।মিলনছড়ি বান্দরবান শহর হতে ৩ কি:মি: দক্ষিণ পূর্বে শৈল প্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পড়ে। এখানে একটি পুলিশ পাড়ি আছে। পাহাড়ের অতি উচ্চতায় রাস্তার ধারে দাড়িয়ে পূর্ব প্রান্তে অবারিত সবুজের খেলা এবং সবুজ প্রকৃতির বুক ছিড়ে সর্পিল গতিতে বয়ে সাঙ্গু নামক মোহনীয় নদীটি।

মিলনছড়ি বান্দরবান ভ্রমণ

 

কিভাবে যাবেনঃ

বান্দরবান শহর থেকে টেক্সি, চাঁদের গাড়ি কিংবা প্রাইভেট কার বা জীপ ভাড়া করে মিলনছড়ি যাওয়া যায়। শহর থেকে জীপ গাড়িতে ৭০০-৮০০ টাকা এবং চাঁদের গাড়িতে ৫০০-৬০০ টাকা লাগবে। যদিও মিলনছড়িকে উদ্দেশ্য করে আলাদা ভাবে এখানে যাবার প্রয়োজন নেই। কারন আপনি যখন শৈলপ্রপাত বা চিম্বুক বা নীলগিরি যাবেন, পথেই মিলনছড়ি পড়বে। কাজেই ভাড়া করা গাড়ি রাস্তার পাশে থামিয়েই বেড়াতে পারেন।

মিলনছড়ি এলাকায় পাহাড়ের বুকে গড়ে ওঠা হিলসাইড রিসোর্ট বান্দরবানের অন্যতম দৃষ্টিনন্দন রিসোর্ট হিসেবে পরিচিত। যেখানে বসে পাহাড়, নদী আর মেঘের দৃশ্য উপভোগ করতে পারবেন সহজেই। ভাড়া রুম প্রতি ১৫০০-৪০০০ টাকার মধ্যেই।বান্দরবান শহর থেকে টেক্সি, চাঁদের গাড়ি কিংবা প্রাইভেট কার বা জীপ ভাড়া করে মিলনছড়ি যাওয়া যায়। শহর থেকে জীপ গাড়িতে ৭০০-৮০০ টাকা এবং চাঁদের গাড়িতে ৫০০-৬০০ টাকা লাগবে। যদিও মিলনছড়িকে উদ্দেশ্য করে আলাদা ভাবে এখানে যাবার প্রয়োজন নেই। কারন আপনি যখন শৈলপ্রপাত বা চিম্বুক বা নীলগিরি যাবেন, পথেই মিলনছড়ি পড়বে। কাজেই ভাড়া করা গাড়ি রাস্তার পাশে থামিয়েই বেড়াতে পারেন।

মিলনছড়ি এলাকায় পাহাড়ের বুকে গড়ে ওঠা হিলসাইড রিসোর্ট বান্দরবানের অন্যতম দৃষ্টিনন্দন রিসোর্ট হিসেবে পরিচিত। যেখানে বসে পাহাড়, নদী আর মেঘের দৃশ্য উপভোগ করতে পারবেন সহজেই। ভাড়া রুম প্রতি ১৫০০-৪০০০ টাকার মধ্যেই।এই রিসোর্ট টি এমন ভাবে বানানো যে দেখলে বুঝতে পারবেন যে এটি কিভাবে প্রক্রিতির সাথে মিশে গেছে।এখানে বাঁশ কাঠের সুনিপুন ব্যবহার আপনাকে সল্প সময়ের জন্য ইট কাঠের দেয়াল ঘেরা শহুরে জীবন টাকে অল্প সময়ের জন্য হলেও ভুলিয়ে দেবে ।অসংখ্য রেইন্ট্রি পুরো রিসোর্টটাকে দেবে এক নিবিড় প্রশান্তি।রিসোর্টির পূর্ব দিকে সবুজের সমারহ আর সবুজের বুক দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী।
কোথায় থাকবেনঃ
বান্দরবন শহর জুড়ে রয়েছে অসংখ্য হোটেল ,মোটেল,রিসোর্ট, রেস্টুরেন্ট।৬০০ থেকে ৩০০০ টাকার রাত কাটানো যাবে।
বিভিন্ন হোটেলের ঠিকানাঃ

১।হোটেল হিল ভিউ:বান্দরবানে প্রবেশ করতেই দেখতে পাবেন শহরের সবচেয়ে বড় আবাসিক হোটেল হিল ভিউ। শহরের কাছেই এ হোটেলের ভাড়া রুমপ্রতি ১০০০-৪০০০ টাকা। ফোন: ০৩৬১-৬৩০৪৫।

২।পর্যটন মোটেল:পর্যটন স্পট মেঘলার পাশেই পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত পর্যটন মোটেল। যার ভাড়া রুম প্রতি ৮৫০ থেকে ২০০০ টাকার মধ্যে। ফোন: ০৩৬১-৬২৭৪১ এবং ০৩৬১-৬২৭৪২।

৩।হলি ডে ইন:চারিদিকে পাহাড় আর প্রাকৃতিক লেকের কাছাকাছি থাকতে চাইলে যেতে পারেন মেঘলার কাছেই অবস্থিত হলি ডে ইন এ। যার ভাড়া রুম প্রতি ১৫০০-৩০০০ টাকা পর্যন্ত। ফোন: ০৩৬১-৬২৮৯৬

৪।হোটেল ফোর স্টার :এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৩০০ টাকা, ডাবল- ৬০০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:-০৩৬১-৬৩৫৬৬, ০১৮১৩২৭৮৭৩১,০১৫৫৩৪২১০৮৯।
রেশনের একটি হোটেল আছে মেঘলাতে। যার ভাড়া রুম প্রতি ৭৫০ হইতে ২০০০টাকা পর্যন্ত। বুকিং ফোন:- 0361-62741এবং 0361-62742।

৫।হোটেল থ্রী স্টার :এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন:-থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯।

৬।হোটেল প্লাজা বান্দরবান: এটি বাজারের কাছে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৪০০ টাকা, ডাবল- ৮৫০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:- ০৩৬১-৬৩২৫২। (ভাড়ার তারতম্য হতে পারে)

৭।ভেনাস রিসোর্ট:বান্দরবানের মেঘলা এলাকায় অবস্থিত ভেনাস রিসোর্ট। যেখানে রয়েছে পাহাড়ের চূড়ায় ৫টি আধুনিক কটেজ। এছাড়াও রয়েছে ভেনাস চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে দেশি-বিদেশি মজাদার সব রকমের খাবার পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে শৈল্পিক ছোঁয়া এবং একাধিক ছোটবড় ভাস্কর্যে সাজানো হয়েছে ভেনাস রিসোর্ট। ফোন- ০৩৬১-৬৩৪০০, ০১৫৫২৮০৮০৬০।

৮।সাকুরা হিল রিসোর্ট: চিম্বুক রোডের মিলনছড়ি এলাকার কাছাকাছি এ রিসোর্ট অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রাকৃতিক ও কোলাহলমুক্ত পরিবেশে থাকতে চাইলে এ রিসোর্ট এর কোন বিকল্প নেই। যার ভাড়া রুম প্রতি ১৫০০-৩০০০ টাকা পর্যন্ত।

৯।হিলসাইড রিসোর্ট: চিম্বুক যাওয়ার পথে মিলনছড়ি এলাকায় পাহাড়ের বুকে গড়ে ওঠা এ রিসোর্ট বান্দরবানের অন্যতম দৃষ্টিনন্দন রিসোর্ট হিসেবে পরিচিত। যেখানে বসে পাহাড়, নদী আর মেঘের দৃশ্য উপভোগ করতে পারবেন সহজেই। যার ভাড়া রুম প্রতি ১৫০০-৪০০০ টাকার মধ্যেই। ফোন: ০১৫৫৬৫৩৯০২২, ০১৭৩০০৪৫০৮৩।

১০।হোটেল প্লাজা: এটি বান্দরবানের অন্যতম আধুনিক আবাসিক হোটেল। বান্দরবান শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ হোটেলে রাত্রিযাপন করতে পারবেন ১০০০-৪০০০ টাকার মধ্যে। ফোন: ০৩৬১-৬৩২৫২।

 

কি খাবেন:

বান্দরবান শহরে খাবার হোটেলের মান তেমন ভালো নয়। তবে যে হোটেলে আপনি থাকবেন সেগুলোতে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে কিনা দেখে নিন। ‘ফিয়েস্তা’ এবং ‘তাজিংডং’ ভালো মানের হোটেল। বান্দরবানে খাবারের মানের চেয়ে দাম বেশি। রান্নায় মসলার ব্যবহার এবং হলুদের আধিক্য রয়েছে।


বান্দরবান ভ্রমণ খরচ,Nilgiri, Bandarban,বান্দরবান ভ্রমণ হোটেল,বান্দরবান শহর,নীলাচল স্কেপ রিসোর্ট,একদিনে বান্দরবান ভ্রমণ,বান্দরবান পিকনিক স্পট,বান্দরবান,বান্দরবানের দর্শনীয় স্থান,বান্দরবান ভ্রমন,বান্দরবানের দর্শনীয় স্থান সমূহ,বান্দরবান নীলাচল,বান্দরবান জেলার মানচিত্র,
হোটেল প্লাজা বান্দরবান bandarban,বান্দরবান ইউনিভার্সিটি bandarban university বান্দরবান,বান্দরবান hotel,বান্দরবান house,hotel plaza বান্দরবান,hotel paharika বান্দরবান,jio বান্দরবান,birbangla.com,

 

Leave a Comment