নড়াইল জেলার ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি আর বিখ্যাত ব্যক্তিদের তালিকা অনেক লম্বা। নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। ১৮৬১ সালে যশোর জেলার অধীন নড়াইল মহাকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহাকুমা গঠিত হয়। ১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহাকুমাকে জেলায় রুপান্তরিত করা হয়।
১৯৭১ সনের ২৬শে মার্চ নড়াইল মহকুমার প্রশাসক জনাব কামাল উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অধ্যাপক নূর মোহাম্মদ, জনাব আব্দুল হাই এবং অন্যান্যদের সহযোগিতায় নড়াইল ১৯৭১ সনের ১০ ডিসেম্বর নড়াইল হানাদার মুক্ত হয়। দেশের ৭ জন বীরশ্রেষ্ঠর একজন মরহুম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ নড়াইলের কৃতি সন্তান।
নড়াইল জেলার বিখ্যাত ব্যক্তি
- মাসরুর-উল-হক সিদ্দিকী:-বীর উত্তম
- সৈয়দ নওশের আলী- ফজলুল হক মন্ত্রী সভার মন্ত্রী,
- অমল সেন-তেভাগা আন্দোলনের প্রাধান নেতা,
- এস এম সুলতান-বিখ্যাত চিত্রশিল্পী[৬]
- নূর মোহাম্মদ শেখ-বীরশ্রেষ্ঠ,
- শরীফ খসরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা (নড়াইল মুজিব বাহিনীর কমান্ডার), সাবেক সংসদ সদস্য (1991-2001), নড়াইল -২
- মাশরাফি বিন মর্তুজা – সাবেক অধিনায়ক,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল । বর্তমানে নড়াইল – ২ আসনের সম্মানিত সংসদ সদস্য ।
- ড.রথীন্দ্রনাথ বোস-রসায়নবিদ
- চারণ কবি মোসলেমউদ্দিন-১৩০০ সালের রচয়িতা,
- কবিয়াল বিজয় সরকার-বিখ্যাত কবিগান গায়ক,
- ডাঃ নীহার রঞ্জন গুপ্ত-প্রায় ৫০টি উপন্যাসের লেখক,
- নূর জালাল- তেভাগা আন্দোলনোর মধ্যমনি,
- কমলদাশগুপ্ত- নজরুল সঙ্গীত
নড়াইল জেলার থানার নাম কি?
নড়াইল জেলায় মোট চারটি থানা আছে
- নড়াইল সদর
- লোহাগড়া
- কালিয়া
- নড়াগাতী
নড়াইল জেলার ইউনিয়ন কয়টি ও কি কি?
৩৯ টি ইউনিয়ন
নড়াইল জেলার গ্রাম কয়টি?
৬৫১টি গ্রাম রয়েছে
নড়াইল জেলার আয়তন কত?
৯৯০.২৩ বর্গকিমি (৩৮২.৩৩ বর্গমাইল)
নড়াইল জেলা কিসের জন্য বিখ্যাত?
নড়াইল জেলা খেজুরের রস, খেজুরের গুড় ও পেড়ো সন্দেশ এর জন্য সর্বাধিক বিখ্যাত। নড়াইল জেলার অপরূপ বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে।
নড়াইল জেলার দর্শনীয় স্থান সমূহ-
- নড়াইল জমিদার বাড়ি
- হাটবাড়িয়া জমিদার বাড়ি
- জোড় বাংলা মন্দির, নড়াইল
- নড়াইল বাঁধা ঘাট
- বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স
- স্বপ্নবীথি পিকনিক স্পট
- চিত্রা রিসোর্ট
- নিরিবিলি পিকনিক স্পট
- অরুনিমা ইকো পার্ক
- সুলতান কমপ্লেক্স
- নীহাররঞ্জন গুপ্তের বাড়ি