দার্জিলিং হিমালয়ের পাদদেশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অতি সুন্দর শহর। ব্রিটিশ রাজ অভিজাতদের জন্য নির্মিত গ্রীষ্মকালীন অবলম্বন, ১৮৮১ সালে সম্পন্ন হওয়া ন্যারো-গেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টার্মিনাস বা “টয় ট্রেন” হিসাবে এখনো আপন মহিমায় রয়ে গেছে। এটি তার আশেপাশের ঢালে বিন্দু বিন্দু বাগানে জন্মানো স্বতন্ত্র কালো চায়ের জন্য বিখ্যাত। এর পটভূমি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে রয়েছে।
অপরূপ এই সুন্দর শহরকে আপন মহিমায় ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি শহরে সম্প্রতি তিনটে বিধিনিষেধ আরোপ করেছে দার্জিলিং পৌরসভা থেকে। জনবহুল এলাকায় সিগারেট ধরানো যাবে না। যেখানে সেখানে থুতুও ফেলা যাবে না। শহরের বিভিন্ন জায়গায় রাখা পুরসভার নিজস্ব ডাস্টবিন ছাড়া নোংরা, আবর্জনাও ফেলা যাবে না। আইন ভাঙলেই সাথে সাথে জরিমানা করা হবে।বাসিন্দাগন এলাকায় নিয়ম না মানলে করা হবে আর্থিক জরিমানাও।
দার্জিলিং এর সেরা হোটেল লিস্ট
সারা ভারত বর্ষের মধ্যে দার্জিলিং এর ঘুরতে গেলে প্রকৃতির প্রেমে পড়ে না এমন মানুষ খুব কম আছে। প্রতি বছর অগনিত পর্যটক সুন্দর এই অঞ্চলটি ঘুরতে যায়। ভ্রমণ পিপাসু সেসকল পর্যটকদের জন্য আমরা তুলে ধরব দার্জিলিং এর সেরা কিছু হোটেল। আপনার যদি পরবর্তী গন্তব্য দার্জিলিং ঘুরতে যাওয়ার প্লান করেন তবে থাকার জন্য হোটেল এর চিন্তা আমাদের ওপর ছেড়ে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য অনুচ্ছেদটি সাজানো হয়েছে আপনার মনের মতো কিছু হোটেল নিয়ে।
যে কোন পর্যটন স্থানে কয়েক প্রকার হোটেল পাওয়া যায়। হোটেল এর প্রকারভেদ হয়ে থাকে বাজেটের কারণে। তিনটি বিষয়ের হোটেল নিয়ে আলোচনা করব কম বাজেট হোটেল, মধ্যম বাজেট, এবং উচ্চ বাজেট।
কম বাজেট হোটেল সমূহঃ
- দ্য এলগিন
- হোটেল শম্ভু
- হোটেল বুলু বার্ড
- কাঞ্চনজঙ্ঘা লজ
- বৈদ্যনাথ হোটেল
মধ্যবিত্তের নাগালে হোটেল
- হোটেল ব্রডওয়ে
- হোটেল স্যান্ডারলিং
- হোটেল অপসরা
- হোটেল লূনার
- পাইনরীজ হোটেল
উচ্চ বাজেট হোটেল
- ম্যাফেয়্যার দার্জিলিং
- হোটেল সিনক্লেয়ার্স দার্জিলিং
- হোটেল সেভেন সেভেনটিন
- সেডার ইন
- হোটেল ভাইসরয়
কম বাজেট হোটেল সমূহ সকল তথ্য তুলে ধরা হলঃ
⇒দ্য এলগিন
দার্জিলিং শহর ১৮, এইচ.ডি.লামা রোড অবস্থিত হোটেল টি। যারা কম বাজেট এর মধ্যে নিজের ফ্যামিলি নিয়ে দার্জিলিং শহরে থাকতে চান তাদের প্রথম পছন্দ এই হোটেল টি। ফ্যামিলি নিয়ে থাকতে হোটেলে খরচ হতে পারে ৪০০০ থেকে ৮০০০ হাজার টাকা মত।
⇒ হোটেল শম্ভু
দার্জিলিং শহরে ৭৩, গান্ধী রোডে অবস্থিত হোটেল শম্ভু। দার্জিলিং এ অল্প বাজেটের মধ্যে সেরা একটি হোটেল হল হোটেল শম্ভু। অল্প খরচের মধ্যে থাকতে চাইলে আপনার জন্য আদর্শ এটি। এখানে রুম প্রতি ভাড়া ১০০০ টাকা বা এর আশপাশে থাকে।
⇒হোটেল বুলু বার্ড
হোটেলটি দার্জিলিং বাজারের মধ্যে তেনজিং নোরগে রোডে অবস্থিত। নেট কানেকশন সহ সব রকম সুবিধা মেলে। কম খরচে ভাল থাকার অন্যতম সেরা জায়গা। এখানে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে সুন্দর সুন্দর রুম পাবেন।
⇒কাঞ্চনজঙ্ঘা লজ
বিধান রোডে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে লাগোয়া এলাকায় রয়েছে। ছিমছাম বাঙালি পরিবেশে হোটেল আপনার পকেট সাশ্রয় করবে। দার্জিলিয়েও রয়েছে ৫০০ টাকার মধ্যে। আপনার অল্প বাজেটের মধ্যে সেরা একটি হোটেল হতে পারে।
⇒বৈদ্যনাথ হোটেল
নজেপি এলাকাতেই অবস্থিত। ছিমছাম ভাল হোটেল হিসেবে এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল হিসেবে নাম রয়েছে। স্বল্প বাজেটে সবার পছন্দের শীর্ষে আছে বৈদ্যনাথ হোটেল।
মধ্যবিত্ত বাজেটের হোটেল সমূহঃ
⇒হোটেল ব্রডওয়ে
দার্জিলিং শহরে কোচ বিহার রোড, সন্নিহিত দর্জিলিং টেলিফোন এক্সচেঞ্জ অঞ্চলে অবস্থিত ব্রডওয়ে হোটেল। হোটেলটি বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। সাধারণত ১৫০০ থেকে ৫০০০ টাকার বিভিন্ন রুম আছে। আপনার বাজেট মিডিয়াম হলে এই হোটেল থাকতে পারেন।
⇒হোটেল স্যান্ডারলিং
দার্জিলিঙের লামা রোডের জনপ্রিয় হোটেল স্যান্ডারলিং।ফোনে এবং ই-মেল মারফত বুকিং দিতে পারবেন। অবসর কাটাতে দার্জিলিঙে যাচ্ছেন তাঁদের জন্য এইচডি লামা রোডের এই হোটেলটি দারুণ অপশন হতে পারে। হোটেলে স্যুট, সুপার ডিলাক্স, ডিলাক্স রুম, ডক্টর অন কল, লন্ড্রি, রুম সার্ভিস সকল সুবিধা দিয়ে থাকে।
⇒হোটেল অপসরা
দার্জিলিং শহরে ৬, লাদেন-ল্য রোড হোটেল অপসরা অবস্থিত। অনেক পর্যটকের বাজেট থাকে মিডিয়াম মানের একটি হোটেলে থাকার। দার্জিলিং শহরে মিডিয়াম বাজেট হোটেল গুলির মধ্যে হোটেল অপসরা অন্যতম। আপনার ফ্যামিলির জন্য দার্জিলিং থাকার ভাল একটি জায়গ হতে পারে।
⇒হোটেল লূনার
দার্জিলিং শহরে ৫১, গান্ধী রোড হোটেল লূনার অবস্থিত। অল্প বাজেটের মধ্যে সেরা একটি হোটেল। অনেকে অল্প বাজেটের মধ্যে ভাল একটি হোটেল খোজে, তাদের জন্য দার্জিলিং ভ্রমনে থাকার জন্য খুবই উপযোগী। ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে খুব সুন্দর রুম পাবেন।
⇒পাইনরীজ হোটেল
দার্জিলিং শহরে দ্য মল এলাকায় অবস্থিত পাইনরীজ হোটেল। দার্জিলং শহরে অল্প খরচের মধ্যে থাকার সেরা একটি হোটেল হল পাইনরীজ হোটেল। সারা বছরের মধ্যে যে কোন সময় আপনি অল্প খরচে আপনার ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে এখানে থাকতে পারবেন।
উচ্চ বাজেট হোটেল সমূহঃ
⇒ম্যাফেয়্যার দার্জিলিং
দার্জিলিং শহরে দ্য মল, রাজ্যপাল ভবনের বিপরীতে ম্যাফেয়্যার দার্জিলিং হোটেল অবস্থিত। অনেকের বাজেট বেশি থাকে তাদের জন্য ভাল একটি হোটেল হতে পারে ম্যাফেয়্যার দার্জিলিং। হোটেলটির সোন্দার্য ও রুম গুলি আপনাকে মুগ্ধ করবে। এখানে রুম ১০০০০ থেকে শুরু হয়ে পছন্দের অনুসারে ভাড়া বাড়তে পারে।
⇒হোটেল সিনক্লেয়ার্স দার্জিলিং
দার্জিলিং শহরে ১৮/১, গান্ধী রোডে অবস্থিত হোটেল সিনক্লেয়ার্স দার্জিলিং। যে সকল পর্যটক দার্জিলিং থাকার জন্য ভাল একটি হোটেল খোজেন তাদের জন্য পারফেক্ট একটি হোটেল। আপনার মনের মত একটি হোটেল। এখানে রুমের ভাড়া ৪০০০ থেকে শুরু হয়ে আপনার পছন্দের অনুসারে রুমের ভাড়া বাড়তে পারে।
⇒হোটেল সেভেন সেভেনটিন
দার্জিলিং শহরে এইচ.ডি.লামা রোড সুন্দর হোটেল টি দাঁড়িয়ে আছে। দার্জিলিং ঘুরতে গেলে থাকার জন্য যাদের বাজেট সমস্যা হয় না তাদের জন্য হোটেল সেভেন সেভেনটিন হোটেল আপনার জন্য আদর্শ। এখানে থাকতে আপনাকে ৫০০০ টাকা পর্যন্ত রুম ভাড়া আছে।
সেডার ইন
দার্জিলিং শহরে ডঃ জাকির হুসেন রোড, সেন্ট পলস বিদ্যালয়ের নীচে সেডার ইন হোটেল আপন মহিমায় দাঁড়িয়ে আছে। হোটেল টি যেমন দামি তেমনই এর সুযোগ সুবিধা আপনাকে বিমোহিত করবে। এখানকার রুম ভাড়া ৫০০০ থেকে শুরু।
⇒হোটেল ভাইসরয়
দার্জিলিং শহরে ১৭, গান্ধী রোডে অবস্থিত হোটেল ভাইসরয়। হোটেলটির নামের মত এর ভেতরও অনেক সুন্দর। যে সকল দার্জিলিং থাকার জন্য ভাল একটি হোটেল খুজে থাকেন তাদের জন্য একটি পারফেক্ট হোটেল। এখানে রুম ভাড়া শুরু ৭০০০ থেকে আর রুমের কন্ডিশন দেখে রুমের ভাড়া বাড়তে পারে।