ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া, টিকিট মূল্য এবং ফ্লাইটের সূচি সকল তথ্য দেওয়া হল।

বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিনি মানুষ ভেলোয় যায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে। তবে বাংলাদেশ থেকে একটি বড় সংখ্যার মানুষ যায় চিকিৎসার জন্য। সকল অসুস্থ মানুষের এত বেশি পথ পাড়ি দেওয়া অনেক কষ্ট সাধ্য। ঢাকা থেকে ভেলোর যাওয়ার সবচেয়ে ভাল উপায় হল বিমান যোগে যাওয়া।

ভেলোর যাওয়ার  আর আপনি যদি ঢাকা থেকে ভেলো যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে বিমানের মাধ্যমে যেতে হবে। কিন্তুু বিমানে যেতে হলে আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে। ঢাকা থেকে বিমানে ভেলো যেতে কত টাকা ভাড়া লাগে ইত্যাদি। আপনি ভেলোর বিমান যোগে যাওয়ার সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে লেখাটি মন দিয়ে পড়তে হবে।

ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া

বিমানে সরাসরি ভেলোর যাওয়া যায় না। ঢাকা থেকে চেন্নাই বিমানে যাওয়া যায়। তারপর বাস বা ট্রেনে ভেলোর। বিমানের টিকিট আগে থেকে কেটে রাখলে খরচ কিছু সেভ হবে। ঢাকা থেকে ভেলোর বিমান ভাড়া নিয়ে সকল তথ্য উপস্থাপন করব। ঢাকা থেকে খুব কম সময়ে ভেলোর যেতে চাইলে আপনাকে অবশ্যই বিমান করে যেতে হবে।

ঢাকা থেকে দুইটি বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে যায়, US-Bangla Airlines 205, IndiGo 8298

বর্তমান সময়ে আপনি মোট ০২ টি এয়ারলাইন্স এর মাধ্যমে ঢাকা থেকে ভেলো যেতে পারবেন। আর সেই বিমান এর ভাড়া নিচের তালিকা তে প্রদান করা হলো।

  1. US-Bangla Airlines – 12000 BDT
  2. IndiGo Airlines – 12100 BDT

তবে আপনি যদি বিমানের টিকিট আগে থেকে বুকিং করে রাখতে পারেন তাহলে আপনার খরচ কিছুটা কম হতে পারে, আবার যাওয়ার কিছু সময় আগে যদি টিকিট নেন তাহলে আবার খরচ বেশি হতে পারে।

ঢাকা থেকে ভেলো বিমানের যাত্রার সময়সূচি

ঢাকা থেকে ভেলোর যে সকল বিমান তাদের ফ্লাইট নিয়মিত পরিচালনা করে তাদের যাত্রার সময়সূচি তথ্য গুলি তুলে ধরব। যাত্রার সময় কত নেয় সে তথ্য মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন।

Flight No যাত্রা শুরু পৌছানো সময় ফ্লাইটের দিন সমূহ
US-Bangla Airlines 205 ১০ঃ৩০ AM ১২ঃ৪০ PM রবি, সোম, মজ্ঞল,বুধ, ও শুক্রবার
IndiGo 8298 ২ঃ৪৫ PM ৫ঃ০৫ PM শনি ও বৃহস্পতিবার

ঢাকা থেকে ভেলো যাওয়ার সময় ও দুরত্ব কত?

ঢাকা থেকে ভেলোর মোট দুরত্ব হলো প্রায় ২০২৪.১ কিলোমিটার। আর আপনি যদি বিমান এর মাধ্যমে এই দীর্ঘ দুরত্ব ভ্রমন করেন। তাহলে আপনার মোট সময়ের প্রয়োজন হবে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট এর মতো। বর্তমান সময়ে সপ্তাহে মোট ০৭ টি ফ্ল্যাইটের মাধ্যমে আপনি ঢাকা থেকে ভেলো যাতায়াত করতে পারবেন।

টিকেট ফ্লাইটের যত কাছাকাছি সময়ে কাটবেন তত দাম বাড়তে থাকবে। সম্ভব হলে কলকাতা যাওয়ার আগে বাংলাদেশের কোন এজেন্সিকে দিয়ে টিকেট করে রাখতে পারেন নয়তো চওড়া দামেই কিনতে হবে।

Leave a Comment