কলকাতায় সবথেকে বেশি পর্যটক ঘুরতে যায় বাংলাদেশ থেকে। ঢাকা থেকে কলকাতা যাওয়ার বেশ কিছু মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হল বিমান যোগে। ঢাকা থেকে কলকাতায় বিমান ভাড়া সহ সকল তথ্য গুলি যাতায়াত কারী পর্যটকদের জন্য তথ্য সমূহ সুচারু ভাবে উপস্থাপন করব।
সময়ের সাথে তাল মিলিয়ে ঢাকা টু কলকাতা ভ্রমণ অনেকটাই সহজ হয়েছে । বাংলাদেশ থেকে কলকাতায় অনেক পর্যটক চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি বিভিন্ন কারণে ভ্রমণ করছেন। বাংলাদেশ থেকে যে কয়েকটি দেশে সবথেকে বেশি যাতায়াত হয় এর মধ্যে ভারত অন্যতম।
ঢাকা টু কলকাতা বিমান ভাড়া ২০২৪
পৃথিবীর যে কোন দেশ থেকে অন্য দেশের সবচেয়ে দ্রুত ও সহজ উপায় হল বিমান যোগে যাতায়াত করা। প্রতি বছর প্রচুর বাংলাদেশী ঢাকা থেকে কলকাতায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে যেয়ে থাকে। ঢাকা থেকে বিমান যোগে কলকাতায় যেতে বিভিন্ন এয়ার লাইনস বিভিন্ন প্রকার ভাড়া নির্ধারন করে থাকে।
ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮২২ টাকা এবং রিটার্ন ১৩ হাজার ৭৪৬ টাকা। সকল প্রকার সারচার্জসহ নভোএয়ারের ঢাকা-কলকাতা রুটের সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮৮৪ টাকা। রিটার্ন ভাড়া ১২ হাজার ৯৯৯ টাকা।
- ঢাকা থেকে কলকাতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমান ভাড়া হচ্ছে ৮,৫০০ টাকা থেকে ১৩,৫০০ টাকা পর্যন্ত।
- ঢাকা থেকে কলকাতা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
- ঢাকা থেকে কলকাতা ইন্ডিগো এয়ারলাইন্স এর বিমান ভাড়া হচ্ছে ১১,০০০ টাকা থেকে ১৫,৫০০ টাকা পর্যন্ত।
- ঢাকা থেকে কলকাতা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স এর বিমান ভাড়া হচ্ছে ৮,৫০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা পর্যন্ত।
- ঢাকা থেকে কলকাতা নভোএয়ার এয়ারলাইন্স এর বিমান ভাড়া হচ্ছে ৪,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে কলকাতা ফ্লাইট গুলি হল
ঢাকা থেকে কলকাতা রুটে বেশ কয়েকটি বিমান চলাচল করে সেগুলির মধ্যে অন্যতম গুলি হল
ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদিন ১টি ফ্লাইট ঢাকা টু কলকাতা যাতায়াত করে। ঢাকা থেকে ফ্লাইটটি প্রতিদিন সকাল ১০টায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। কলকাতা থেকে ঢাকায় ফেরার ফ্লাইট ছাড়ে ১১ টা ৩০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু কলকাতা রুটে ১টি এবং বুধবার ২টি ফ্লাইট পরিচালনা করে। প্রতি সপ্তাহে মোট ফ্লাইট সংখ্যা ৮টি।
ঢাকা থেকে একমাত্র ফ্লাইটটি প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে রওনা হয়। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় সকাল ১১টা ৫০ মিনিটে।
বুধবার বিমানের ২টি ফ্লাইট চলাচল করে। প্রথম ফ্লাইটটি সকাল ১০টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছাড়ে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়ে সকাল ১১টা ৫০ এবং রাত ৮টা ৩৫ মিনিটে।
নভোএয়ার
নভোএয়ার বর্তমানে ঢাকা – কলকাতা – ঢাকা রুটে প্রতিদিন ১টি ফ্লাইট পরিচালনা করে। বিকেল ৫ টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়। কলকাতা থেকে ফ্লাইটটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এছাড়া কলকাতা থেকে ইন্ডিগো এয়ালাইনস, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ,স্পাইস জেট এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।