খুলনা থেকে কলকাতায় যাওয়ার কয়েকটি দুটি উপায় আছে । বাস ও ট্রেন এই দুই মাধ্যমে খুলনা থেকে কলকাতায় সহজে যেতে পারবেন। ট্রেনে যেতে সপ্তাহে দুইদিন যেতে পারবেন কিন্তু বাসে প্রতিদিন আপনি খুলনা থেকে কলকাতা যেতে পারবেন। বাংলাদেশের খুলনা থেকে ভারতের কলকাতা বাস যোগে খুব সহজে যেতে পারবেন।খুলনা থেকে কয়েকটি কোম্পানির বিলাসবহুল বাস বর্তমানে খুলনা থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করছে। এক নজরে খুলনা থেকে কলকাতা যাতায়াতের বাস সমূহের বিস্তারিত সকল তথ্য অনুচ্ছেদটিতে তুলে ধরা হল।
খুলনা টু কলকাতা যাওয়ার সরাসরি বাস চালু করেছে কিছুদিন আগেই। যারা নতুন করে বাস যোগে কলকাতায় ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য বাসযোগে যাওয়ার গুরুত্ব পূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করব।
খুলনা থেকে কলকাতা বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
গ্রিন লাইন বাস দিয়ে ২০১৭ সালের ২২ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে যাত্রা শুরু করে। এদিন কলকাতা থেকে ছেড়ে আসা সৌহার্দ্য শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনা হয়ে ঢাকায় যায়। খুলনা, যশোর, নড়াইল অঞ্চলের মানুষের কলকাতা ভ্রমণ আর একধাপ এগিয়ে নিয়েছে।
৮ এপ্রিল নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটে বাস ও ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খুলনা থেকে কলকাতা বাসের সময় সূচি
সপ্তাহে মাত্র ৩ দিনই যাওয়া আসা করছে শ্যামলি পরিবহণ এবং গ্রীন লাইন পরিবহণ। শনিবার, মঙ্গলবার এবং বৃহ:বার ঢাকা হয়ে খুলনা আসে তারপর খুলনা থেকে সরাসরি কলকাতা যায়। খুলনা থেকে দুপুর ১ টা ৩০ মিনিটে ছাড়ে আর কলকাতা পৌঁছায় রাত ৮ টা থেকে ৮ টা ৩০ মিনিটের মধ্যে তার মানে প্রায় ৭ ঘন্টা লাগে।
শুক্রবার, সোমবার এবং বুধবার। কলকাতা থেকে সকাল ৬ টা ৩০ মিনিটে ছাড়ে। খুলনা পৌঁছাবে দুপুর ১ টার দিকে তবে বর্ডারে সমস্যা হলে সময়ের একটু তারতম্য ঘটে।
দমদম এয়ারপোর্ট এরিয়া সংলগ্ন ১ নং গেট, সল্ট লেক এবং নিউ মার্কেট এরিয়াতে খুলনা থেকে রওনা হওয়া বাস সমূহ এই সকল স্থানে থামে।
খুলনা থেকে কলকাতা বাসের ভাড়া
খুলনা থেকে কলকাতার ভাড়া ৮০০ টাকা এবং এসি বাস, তবে বাসের মান অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। মূল ভাড়া ৮০০ টাকা হলেও এর সাথে ভ্রমণ ট্যাক্স দিতে হবে ৫০০ টাকা। খুলনা থেকে কলকাতা বাসযোগে যেতে মোট খরচ হতে পারে ১৩০০ টাকা মত তবে কম বেশি হতে পারে।
খুলনায় বাসের কাউন্টার বা অফিস
খুলনা শহরের ঠিক রয়েলের মোড়ের পাশেই বা গরিব নেওয়াজ ক্লিনিকের রাস্তার পাশেই টিকিট কাউন্টারগুলি অবস্থিত। এখান থেকে টিকিট কেটে সরাসরি খুলনা থেকে কলকাতা বাসে যেতে পারবেন।
তবে মনে রাখবেন খুলনা থেকে বাসযোগে কলকাতা যেতে বাসের টিকেট অনলাইনে প্রদান করা হয় না ।