কলকাতা থেকে দিল্লি যাওয়ার ট্রেন, ভাড়া ও ট্রেনের সময় সূচি সহ সকল তথ্য ২০২৪

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের একটি গুরুত্ব পূর্ণ শহর। একটা সময় কলকাতা ছিল সারা ভারতের রাজধানী। পরবর্তী সময়ে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লির অন্য রকম একটি যোগ সাজেশ রয়েই গিয়েছে। প্রতিদিনই কয়েক হাজার মানুষ তাদের কাজের তাগিদে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে কলকাতা যাতায়াত করেন। সড়ক, রেলপথের পাশাপাশি আকাশপথেও কলকাতা থেকে দিল্লি যেতে পারবেন। তবে মধ্যবিত্তের প্রথম পছন্দ হয় রেলপথই।

দীর্ঘ ১৫২৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে দিল্লি পৌঁছাতে সময় লেগে যায় প্রায় ১৭ থেকে ২২ ঘন্টা মত। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাতায়াত আরও সহজ ও কম সময়ে পৌছানোর জন্য ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।কলকাতা-দিল্লির ট্রেনের চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ের তরফে ট্রেনের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা থেকে দিল্লি যাওয়ার ট্রেন সময়সূচি

কলকাতা থেকে দিল্লি ট্রেন গুলির সিডিউল যাত্রীদের সুবিধার জন্য খুব সুন্দর ভাবে তুলে ধবর।

ট্রেনের নাম ছাড়ার সময় ও ষ্টেশনের নাম পৌছানোর সময় ও ষ্টেশনের নাম সপ্তাহে কোন দিন
১২২৪৯ HWH ANVTYUVA ৬ঃ৪০pm HWH ১১ঃ২০am ANVT রবিবার
১২২৫৯ BKN DURONTO EXPRESS ৬ঃ৩০pm SDAH ১১ঃ৩০am NDLS রবি, সোম, বুধ, বৃস্পতি
১২৩০১ RAJDHANI EXPRESS ৪ঃ৫০pm HWH ১০ঃ০০am NDLS সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি
১২৩১৩ RAJDHANI EXPRESS ৪ঃ৫০pm SDAH ১০ঃ৩৫am NDLS রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি
১২৩০৫ RAJDHANI EXPRESS ২ঃ০৫pm HWH ১০ঃ০০am NDLS রবিবার
১২২৭৩ NDLS DURONTO EX ৮ঃ৩৫am HWH ৬ঃ২৫am NDLS সোম, শুক্র
১২৩৮১ POORVA EXPRESS ৮ঃ১৫am HWH ৬ঃ০৫am NDLS রবি, বুধ, বৃহস্পতি
১২৩০৩ POORVA EXPRESS ৮ঃ০০am HWH ৬ঃ০৫am NDLS সোম, মঙ্গল, শুক্র, শনি
১২৩২৩ HWH BME EXPRESS ৬ঃ৫০am HWH ৫ঃ০৫pm ANVT মঙ্গল, শুক্র
১২৩২৯ SAMPARK K EXPRESS ১ঃ১০pm SDAH ১১ঃ৫৫pm ANVT মঙ্গলবার
১২৩৭৯ JALIANWALA B EXPRESS ১ঃ১০pm SDAH ১২ঃ০৫pm DLI শুক্রবার
১২৩১১ NETA JI EXPRESS ৭ঃ৪০pm HWH ৯ঃ৪৩pm SZM রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি
১২৩৭১ HWH BKN SF EXP ৮ঃ১৫am HWH ১০ঃ৩৮am DEC সোমবার
২২৮৫৭ SRC ANVT SF EXP ৮ঃ৫৫am SRC ১১ঃ৫৫am ANVT সোমাবার
১৩০০৭ U ABHATOOFAN EXP ৯ঃ৩৫am HWH ৭ঃ৪০pm NDLS রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি
১৩১১৯ SDAH ANVT EXP ৯ঃ১৫pm SDAH ১১ঃ০৫am ANVT রবি ও বৃহস্পতি

কলকাতা থেকে দিল্লি ট্রেন ভাড়া 2024

ভাড়া, এসি টু টায়ার ২৩৮০ টাকা, এসি থ্রি টায়ার ১৬২৫ টাকা, স্লিপার ৬০০ টাকা, সিটিং ৩৫৫ টাকা। শিশু এবং সিনিয়র সিটিজেন এর ক্ষেত্রে ভাড়ার সুবিধা, রেলের নিয়মানুসারে। কলকাতা থেকে নতুন দিল্লির সবচেয়ে সস্তা ট্রেন হল ১২৩২৯ SAMPARK K EXP। নয়া দিল্লি পৌঁছতে প্রায় ১৯ঘন্টা ৩০মিনিট সময় লাগে। SAMPARK K EXP টিকিটের মূল্য ৬৩৫ রুপি ৷ ট্রেনটি মঙ্গলবার চলবে।

Leave a Comment