ভারতের প্রত্যেকটি প্রদেশ তার ভিন্ন ভিন্ন রুপ মানুষকে আকর্ষিত করে। প্রতি বছর পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক চেন্নাই যায় বিভিন্ন কাজে। চেন্নাই তিনটি উপায়ে যেতে পারবেন। রেল, বাস ও বিমানে করে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সুযোগ আছে। তবে সময় বাঁচাতে যাতায়তের জন্য বিমান ব্যবহার করে থাকেন ভ্রমণকারীগণ।
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করব। কলকাতা থেকে চেন্নাই যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলে খুইব সহজে চেন্নাই যেতে পারবেন।
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার উপায়
কলকাতা থেকে চেন্নাই কতক গুলি উপায় আছে, সবচেয়ে কম সময় লাগে বিমানে যাতায়াত করলে তবে খরচ একটু বেশি হবে এছাড়া বাস ও ট্রেন যোগে চেন্নাই যেতে পারবেন। ভারতের মধ্যে এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়ার সবচেয়ে ভাল মাধ্যম হল ট্রেন। ট্রেনের ভাড়া তুলনামূলক কম।
বিমানের মাধ্যমে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার তথ্য
ভারতের মধ্যে চেন্নাই একটি আকর্ষণীয় জায়গার মধ্যে অন্যতম। চেন্নাই জনপ্রিয় গন্তব্য হওয়ায় কলকাতা থেকে অনেকগুলো এয়ারলাইন্স নিয়মিত কলকাতা টু চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে। ভারতের স্থানীয় ও আন্তজার্তিক বিমান নিয়মিত চলাচল করে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ারএশিয়া ইন্ডিয়া, ভিসতারা, এয়ারলাইন্স গুলি নিয়মিত কলকাতা থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা করে।
কলকাতা থেকে চেন্নাই ফ্লাইট পেয়ে যাবেন ৮ হাজার বাংলাদেশী টাকা থেকে শুরু করে ২ লক্ষ বাংলাদেশী টাকার মধ্যে পেয়ে যাবেন। ইকোনমিক ও বিজনেস ক্লাসে বিমানে চলাচল করতে পারবেন। সেক্ষেত্রে মান অনুসারে টাকা কম বেশি হতে পারে। এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের সিট পেয়ে যাবেন ৪১ হাজার থেকে ৪২ হাজার টাকার মত হতে পারে।
ট্রেনের মাধ্যমে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার উপায়
ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যেতে একটু সময় লাগে তবে সাধারণ যাত্রীদের চেন্নাই যাওয়ার প্রধান উপায় হল ট্রেন। ভারতে সবচেয়ে জনপ্রিয় যাতায়াত মাধ্যম হল ট্রেন।
- ট্রেনের নাম : কলকাতা চেন্নাই মেইল
ছাড়ার সময়: রাত ১১:৪৫ মিনিট তবে প্রাকৃতিক কোন সমস্যা না হলে নিদিষ্ট সময়েই ট্রেন ছেড়ে যাবে
পৌছাবে: ২৮ ঘণ্টা ৫ মিনিটে
( রাত ৩:৫০ মিনিটে ) - ভাড়ার তালিকা:
এসি (1A) = ৬২০০ টাকা প্রতি সিট
এসি ( 2A)= ৩৮২০ টাকা
এসি (3A) = ২৭৮০ টাকা
স্লিপার = ১২৫০ টাকা - ট্রেনের নাম: করমন্ডল এক্সপ্রেস
ছাড়ার টাইম: দুপুর ২:৪০ মিনিটে
পৌছাবে = ২৬ ঘণ্টা ১০ মিনিটে
পৌঁছাবে: বিকেল ৫ টায় - ট্রেনের নাম: SRC MASS AC Express
ছাড়বে: সন্ধ্যা ৭ টায়
পৌঁছাবে: রাত ১০ টা ৪৫ মিনিটে
সময় লাগবে: ২৭ ঘণ্টা ৪৫ মিনিটে
ট্রেন নাম্বার: ২২৮০৭ ( ছত্রাগাছি থেকে ছাড়বে ) - ভাড়ার তালিকা:
এসি ( 1A First ): ৬২০০ টাকা
এসি ( 2A tier ): ৩৮২০ টাকা
এসি ( 3A tier ): ২৭৮০ টাকা
সপ্তাহে ২ দিন চলে ( মঙ্গল ও শুক্রবার )
কলকাতা থেকে চেন্নাই ট্রেন ভাড়া
কলকাতা চেন্নাই মেইল
- এসি (1A) = ৬২০০ টাকা প্রতি সিট
এসি ( 2A)= ৩৮২০ টাকা
এসি (3A) = ২৭৮০ টাকা
স্লিপার = ১২৫০ টাকা
SRC MASS AC Express
- এসি ( 1A First ): ৬২০০ টাকা
এসি ( 2A tier ): ৩৮২০ টাকা
এসি ( 3A tier ): ২৭৮০ টাকা