এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ হাইব্রিড মডেল অনুযায়ী সহ সময় সূচির আপডেট তথ্য দেখুন।

সারা পৃথিবীতে ক্রিকেট যতটা জনপ্রিয় এর বেশিরভাগ ফ্যান এশিয়াতে অবস্থিত। এশিয়াতে অনেক জনপ্রিয় হলেও খুব কম দেশ নিয়ে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এশিয়া কাপ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। অনেক জল্পনা কল্পনা অবসান হয়ে আগামী মাসেই এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। ক্রিকেট যেভাবে বিস্তৃতি লাভ করার কথা ছিল সেই অনুসারে বিশ্বায়ন হতে পারেনি। তবুও এশিয়ার কিছু দেশ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন ঝামেলার কারণে টুর্নামেন্টটি নিয়মিত হতে পারে না।

এশিয়া কাপ ক্রিকেট

বিশ্বের মধ্যে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয় এশিয়া অঞ্চলে নিদিষ্ট করে বলতে গেলে দক্ষিণ এশিয়ায়। ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। এশিয়া কাপ হল পুরুষদের একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সদর দপ্তর শ্রীলঙ্কার কলম্বো অবস্থিত।

২০২৩ এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট হওয়ার কথা ছিল এশিয়ার দেশ পাকিস্তানে। তবে ভারত নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট হাইব্রিড মডেল অনুসারে হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ ২০২৩। পাকিস্তান গ্রুপ পর্বে ভারতীয় দল ছাড়া ৪টি ম্যাচ আয়োজন করবে। বাকি ভারত-পাকিস্তান ম্যাচ সহ ৯টি খেলা আয়োজিত হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট সময়সূচি 

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ মোট ৬ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

গ্রুপ ১ঃ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল

গ্রুপ ২ঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

ক্রমিক নং     তারিখ ও সময়                 দল      ভেন্যু
০১ ৩০ আগস্ট ২০২৩  পাকিস্তান  Vs নেপাল পাকিস্তান, মুলতান
০২ ৩১ আগস্ট ২০২৩ বাংলাদেশ Vs শ্রীলঙ্কা  শ্রীলঙ্কা, পাল্লেকেল্লে
০৩ ০২ সেপ্টেম্বর ২০২৩ ভারত Vs পাকিস্তান শ্রীলঙ্কা, পাল্লেকেল্লে
০৪ ০৩ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ Vs আফগানিস্তান পাকিস্তান, লাহোর
০৫ ০৪ সেপ্টেম্বর ২০২৩ ভারত Vs নেপাল শ্রীলঙ্কা, পাল্লেকেল্লে
০৬ ০৫ সেপ্টেম্বর ২০২৩ আফগানিস্তান Vs শ্রীলঙ্কা পাকিস্তান, লাহোর
০৭ ০৬ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর= A1 Vs B2 পাকিস্তান, লাহোর
০৮ ০৯ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর=B1 Vs B2 শ্রীলঙ্কা, কলম্বো
০৯ ১০ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর=A1 Vs A2 শ্রীলঙ্কা, কলম্বো
১০ ১২ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর=A2 Vs B1 শ্রীলঙ্কা, কলম্বো
১১ ১৪ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর=A1 Vs B1 শ্রীলঙ্কা, কলম্বো
১২ ১৫ সেপ্টেম্বর ২০২৩ সুপার ফোর=A2 Vs B2 শ্রীলঙ্কা, কলম্বো
১৩ ১৭ সেপ্টেম্বর ২০২৩ ফাইনাল= TBC Vs TBC শ্রীলঙ্কা, কলম্বো

এশিয়া কাপ  ক্রিকেট ২০২৩ কবে অনুষ্ঠিত হবে

এশিয়া কাপ ক্রিকেট আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৩ এশিয়া কাপের আসর। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ১৭ সেপ্টেম্বর ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ ২০২৩ দল

এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল এই ছয়টি দল অংশ গ্রহণ করবে। এশিয়া কাপ ক্রিকেট এবার ৫০ ওভার মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেট ৬ টি দল নিয়ে হলেও ভবিষ্যতে দল সংখ্যা আরও বাড়তে পারে।

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে? 

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেট মূলত আসন্ন কোন বৈশ্বিক টুর্নামেন্ট থাকলে সেই ফরম্যাটে অনুষ্ঠিত হয়।

 

Leave a Comment