পার্সপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজেই ইন্ডিয়ান ভিসা চেক করুন।

ইন্ডিয়া ভিসা সম্পর্কে তথ্য জানা এখন আরও বেশি সহজ হয়ে গেছে। অধুনিক বাংলাদেশের সাথে সকল বিষয় আরও আধুনিক হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ভিসা আবেদন করে থাকলে অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। পার্সপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানতে আমাদের লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

ইন্ডিয়ান ভিসা চেক অনলাইনে নিজে ঘরে বসে করতে পারবেন। তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য হতে যাচ্ছে । আপনি চাইলে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন । এই আপনাকে আমাদের আর্টিকেল টি পড়তে হবে ।

ইন্ডিয়া যাওয়ার আগে আপনার ভিসার অবস্থা কি অথবা এজেন্সি আপনাকে সঠিক ভিসা দিয়েছে কিনা তা জানার জন্য ভিসা চেক করা খুব জরুরি একটি কাজ ।

IVAC Visa check

আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সব দেশের ভিসা চেক (visa check) করতে পারবেন। ইন্ডিয়ান ভিসার আবেদন করে থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য সর্ব প্রথম ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটের- https://www.ivacbd.com এই লিংকে ভিজিট করতে হবে। ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সকল সেবা এই ওয়েবসাইট থেকে খুব সহজে নিতে পারবেন।

অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করতে হলে ইন্ডিয়ান ভিসার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ইন্ডিয়ান ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জমা দেওয়ার সময় একটি স্লিপ দেওয়া হয়, উক্ত স্লিপে একটি Web File নম্বর থাকে। এই Web File নম্বর ব্যবহার করেই অনলাইনে আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে আলোচনা করা হলো-

অনলাইনে পাসপোর্ট এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করতে সর্ব প্রথমে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটের- https://www.ivacbd.com এই লিংকে ভিজিট করুন। ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে কোন সেবা এই লিংকের মাধ্যমে জানতে পারবেন।

সর্ব প্রথমে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য নিদিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর মেন্যুবার থেকে- ‘ভিসা আবেদন ট্র্যাক’ লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন লেখা আছে , ‘আপনার আবেদন ট্রাকিং জন্য এখানে ক্লিক করুন’ এরকম লেখা দেখতে পাবেন। সেই লেখাটিতে ক্লিক করলে ভিসা স্ট্যাটাস চেক ফরমে নিয়ে যাওয়া হবে

এই স্টেপে আপনার ভিসাটি সাধারণ ভিসা হলে Regular Visa Application সিলেক্ট করুন। বিশেষ কোনো ধরনের ভিসা কিংবা প্রশাসনিক ভিসা হলে Port Endorsement, R.A.P/ P.A.P সিলেক্ট করতে হবে।

তৃতীয় স্টেপে আপনার ভিসা অ্যাপ্লিকেশন স্লিপ থেকে পাওয়া ‘Web File Number’ প্রথম খালি ঘরে লিখতে হবে। এরপর, Please type below code অপশনে নিচে থাকা সবুজ রঙের ক্যাপচা কোডটি লিখে Submitবাটনে ক্লিক করে দিন।

সাবমিট এ ক্লিক করার পর আপনার নাম, Passport Number, WebFile No এবং ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।

  • Step-1: আপনার এপ্লিকেশন টি ভারতীয় হাইকমিশন গ্রহন করা হলে Done দেখাবে।
  • Step-2: আপনার এপ্লিকেশন টি হাই কমিশনে পাঠানো হলে Done দেখাবে।
  • Step-3: আপনার এপ্লিকেশন টি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হলে Done দেখাবে।
  • Step-4: আপনার ভিসা ডেলিভারি দেওয়া হলে স্ট্যাটাস Done দেখাবে অন্যথায় তা খালি ঘর দেখাবে।

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে?

সাধারণভাবে, ভিসা পেতে ১৫ দিন থেকে ৬০দিন পর্যন্ত সময় লাগতে পারে।

কেন আপনি অনলাইনের মাধ্যমে ভিসা চেক করবেন? 

সাধারণত নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা নিয়ে থাকি। অনেকে টাকার বিনিময়ে বিভিন্ন লোকের কাছ থেকে ভিসা করতে দেওয়া হয়।

অনেক অসাধু বা দালাল টাকা নিয়ে আপনাকে ভুয়া ভিসা দিয়ে থাকে। যার ফলে তারা অন্য দেশে গিয়ে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়।

আপনি ঠকে গেলেন কিনা বা আপনার ভিসা সঠিক আছে কিনা দেখতে অবশ্যই অনলাইনের মাধ্যমে চেক করে নিবেন। অর্থ্যাৎ আপনার ভিসা সঠিক কিনা সেটা যাচাই করে নিবেন।

Leave a Comment