কলকাতা তথা বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত মানুষ ভেলোরের উদ্দেশ্যে যাত্রা করে। ভেলোর যাওয়ার অন্যতম একটি মাধ্যম হল ট্রেনে চড়ে। কলকাতা থেকে ভেলোর ১৭৩৪ কিলোমিটার প্রায়। কলকাতা থেকে ভেলোর প্রতিনিয়ত কিছু ট্রেন যাতায়াত করে। ট্রেনে এই দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সুবিধা পাবেন। ভেলোর যাওয়ার প্রধান উদ্দেশ্যে থাকে চিকিৎসার জন্য, সুতরাং যাওয়ার সুবিধাও মাথায় রাখতে হবে।
কলকাতা থেকে ভেলো যেতে ভাড়া কত লাগবে, জার্নি করার সময় কত ঘন্টা লাগবে এই যাবতীয় বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য ভেলোরের সিএমসি হাসপাতাল অথবা চেন্নাই এপোলো হাসপাতালে যায়। আজ আমরা শেয়ার করব যারা কলকাতা হলে ভেলোরে ট্রেনে যেতে চান তারা কোথায় এবং কখন ভ্যালুড়ে যাওয়ার ট্রেন পাবে। ভেলোর ট্রেন স্টেশনের নাম হচ্ছে ক্যাট পেরি স্টেশন।
কলকাতা থেকে ভেলোর কত কিলোমিটার?
কলকাতা থেকে ভেলোর এর দূরত্ব প্রায় ১৭৩৪ কিলোমিটার প্রায়। কলকাতা থেকে ভেলোর দূরত্ব একটু বেশি হওয়ায় সবার পছন্দ থাকে সুস্থভাবে ভ্রমণ করা, এই জন্য সবায় বিমান কিংবা ট্রেন যাতায়াত কে বেশি অগ্রধীকার দিয়ে থাকে। যে সকল ভ্রমণকারী ট্রেন এর মাধ্যমে যেতে চান তাদের জন্য অনুচ্ছেদটিতে সকল তথ্য উপস্থাপন করেছি।
কলকাতা থেকে ভেলোর ট্রেন ভাড়া ২০২৪
প্রতিদিন কলকাতা থেকে ভেলোরের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন ছেড়ে যায় তবে কলকাতা থেকে ভেলোরের ক্যাটপেডি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ট্রেনের সিট না পেলেও আপনি কলকাতা থেকে চেন্নাই এর ট্রেনের চেন্নাই যেতে পারেন। কলকাতা তথা বাংলাদেশ থেকে প্রচুর পরিমানে যাত্রী ভেলোর এর উদ্দেশ্যে যাত্রা করে। অনেক সময় ভেলোরের ট্রেনের টিকিট না পেলে চেন্নাই এর ট্রেনএ উঠে পড়তে পারেন সেখান থেকে মাত্র দেড় ঘণ্টায় আপনি ক্যাডবেরি স্টেশনে পৌঁছে যাবেন।
বিদেশীদের জন্য টিকিট কলকাতা ফেয়ারওয়েল প্লেসে দেওয়া হয়। এখানে আপনার পাসপোর্ট নিয়ে হাজির হলে টিকিট পেয়ে যাবে তাই সকাল সকাল এলে টিকিট পাওয়া সম্ভব বেশি।
কলকাতা থেকে ভেলোর Katpadi ষ্টেশন ট্রেনের সময় সুচিঃ
১। HWH YPR AC EXPRESS ট্রেনটিসপ্তাহে সোমবারবন্ধ থাকে। কলকাতা থেকে সকাল ১০টা ৫৫মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→এসি স্লিপার (3A) ২৭১০টাকা
→এসি স্লিপার (2A) ৩৮৪০টাকা
→এসি স্লিপার (1A) ৬৪০০টাকা
২। MAQ VIVEX EXPRESS ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। কলকাতা থেকে দুপুর ৩টা ৫০মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→নন এসি স্লিপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭১০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৪০টাকা
৩। HWH MYS EXPRESS ট্রেনটি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে। কলকাতা থেকে বিকাল ৪টা ১০মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→ননএসি স্লিপার ১১৪০টাকা
→এসি স্লিপার (3A) ২৭৪০টাকা
→এসি স্লিপার (2A) ৩৮৮০টাকা
৪। HWH YPR EXPRESS ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে। কলকাতা থেকে রাত ৮টা ৩৫ মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→নন এসি স্লীপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭১০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৪০টাকা
৫।GURUDEV EXPRESS ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে। কলকাতা থেকে রাত ১১টা ৫মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→নন এসি স্লীপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭৪০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৮০টাকা
৬। MFP YER EXPRESS ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে। কলকাতা থেকে রাত ১১টা ১৫মিনিটে । Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→নন এসি স্লীপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭১০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৮০টাকা
৭। ANGA EXPRESS ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে। কলকাতা থেকে রাত ১১টা ৩০মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→ননএসি স্লীপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭৪০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৮০টাকা
৮। HWH PDY EXPRESS ট্রেনটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে। কলকাতা থেকে রাত ১১টা ৩০মিনিটে Katpadi স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→ননএসি স্লীপার ১১৪০টাকা
→এসি স্লীপার (3A) ২৭৪০টাকা
→এসি স্লীপার (2A) ৩৮৮০টাক
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার ট্রেনের সময়সূচি সমূহঃ
কলকাতা থেকে ভেলোর যাওয়ার অনেক সময় ট্রেনের টিকিট না পাওয়া গেলে চেন্নাই যাওয়ার টিকিট নিতে পারেন। চেন্নাই থেকে ভেলোর খুব বেশি দূরে না।
১। HWH MAS MAIL EXPRESS ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলে।কলকাতা থেকে রাত১১টা ৪৫মিনিটে চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→ননএসি স্লীপার ১১৩০টাকা
→এসি স্লীপার (3A) ২৬৭০টাকা
→এসি স্লীপার (2A) ৩৭৮০টাকা
২। KANNYAKUMARI EXPRESS ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে। কলকাতা থেকেবিকাল ৪টা ১০মিনিটে চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→ননএসি স্লীপার ১১৩০টাকা
→এসি স্লীপার (3A) ২৬৭০টাকা
→এসি স্লীপার (2A) ৩৭৮০টাকা
৩। COROMANDAL EXPRESS ট্রেনটি প্রতিদিন চলে। কলকাতা থেকেদুপুর ২টা ৫০মিনিটে চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→নন এসি স্লীপার ১১৩০টাকা
→এসি স্লীপার (3A) ২৬৭০টাকা
→এসি স্লীপার (2A) ৩৭৮০টাকা
৪। SRC MAS AC EXPRESS ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার এবংশুক্রবার বন্ধ থাকে। কলকাতা থেকেসন্ধ্যা ৭টায় চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভাড়াঃ
→এসি স্লীপার (3A) ২৬৭০টাকা
→এসি স্লীপার (2A)৩৭৮০টাকা