রেলওয়ে ওয়েম্যান কি এবং ওয়েম্যানের কাজ ও এই পদের বেতন বিস্তারিত দেখুন।

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান কি,  ওয়েম্যানের কাজ ও উক্ত পদের বেতন সহ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। রেলের ওয়েম্যান পদটি অনেকের কাছে অজানা। তাদের জন্য আমাদের অনুচ্ছেদটি লেখা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পদ আছে এর মধ্যে একটি হল ওয়েম্যান পদ। বর্তমান সময়ে অনেকের মনে কৌতূহল জাগছে রেলের ওয়েম্যান আসলে কি ও এর কাজই বা  কি? আপনি ওয়েম্যান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান তবে আমাদের পোষ্টটি ভাল করে পড়ুন।

ওয়েম্যান পদ ও কাজের সুযোগ সুবিধা সহ বিস্তারিত তথ্য গুলি এখানে তুলে ধরা হয়েছে। হঠাৎ করে অনেকের মনে প্রশ্ন জাগছে ওয়েম্যান আসলে কি বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে এই পদে নিয়োগ দেওয়ার পরে সবার আগ্রহের কেন্দবিন্দু হল এই ওয়েম্যান। তবে চলুন জেনে নেওয়া যাক ওয়েম্যান কি এর কাজ এবং এই পদের বেতন কত? আমরা আশ করি আমাদের লেখাটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে ওয়ম্যান সম্পর্কে বিস্তারিত যে কোন তথ্য জানতে পারবেন।

ওয়েম্যান কি?

ওয়েম্যান বলতে রেল স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচলের জন্য দেখাশুনার জন্য যে লোকবল নেওয়া হয় সেগুলোকে মূলত ওয়েম্যান বলা হয়। ওয়েম্যান হল বাংলাদেশ রেলওয়ের একটি পদ। বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ট্রেন লাইন নিয়মিত দেখভাল বা রক্ষণাবেক্ষণ করতে হয়। ট্রেন লাইন স্বাভাবিক ও ট্রেন লাইনের সমস্যা দেখার জন্য ওয়েম্যান এর প্রধান কাজ। ওয়েম্যান পদ আবেদন করতে যোগ্যতা মাধ্যমিক পাশ হলে হবে। ফলে এই পদটি আবেদন অনেক বেশি করে থাকে।

ওয়েম্যানের কাজ কি?

ওয়েম্যানের ( Wayman) কাজ হল রেললাইন তৈরি, রক্ষণাবেক্ষণ, রেললাইন সংস্কার এছাড়া আরো কিছু দায়িত্ব আছে ট্রেন লাইন স্বাভাবিক রাখা, যেমন ট্রেন লাইনে কোন প্রকার সমস্যা হয়েছে কিনা। ট্রেন লাইন তৈরি বা ট্রেন লাইনের খোয়া গুলি লাইনের সাথে রাখা আবার ট্রেনের পাতের নিচে কাঠ বা ট্রেন লাইনের পাত গুলি ঠিক আছে কিনা এই গুলি দেখাশোনার কাজ ওয়েম্যানদের। রেল লাইন সুন্দর ভাবে দেখাশোনার দায়িত্বও পালন করে থাকে ওয়েম্যানরা। রেললাইন পরিদর্শন এবং প্রতিটি নাট বল্টু, পাত, ফিশপ্রেট, ক্লিপ-হুক যথাযথ অবস্থানে আছে কিনা,সংশ্লিষ্ট বিষয়গুলো চেকিং করে থাকে ওয়েম্যান।

ওয়েম্যান কি সরকারি চাকরি? 

সরকারি সকল পদ অনেক গুরুত্ব পূর্ণ তেমনি ওয়েম্যান সরকারি একটি পদ। রেল বাংলাদেশের সরকারি একটি প্রতিষ্ঠান। ওয়েম্যান পদ বাংলাদেশের রেলওয়ের একটি গুরুত্ব পূর্ণ একটি অংশ। রেল কতৃপক্ষ ওয়েম্যান পদ নিয়োগ দিয়ে থাকে। ওয়েম্যান পদটি স্থায়ী এবং সরকারি সকল সুযোগ সুবিধা পাওয়া যায়। ফলে বলা যায় ওয়েম্যান একটি সরকারি চাকরি।

ওয়েম্যান পদের বেতন 

ওয়েম্যান পদে বেতন দেওয়া হয় ১৯ তম গ্রেডের । বাংলাদেশের বেতন স্কেল অনুযায়ী পদটি হলো ১৯ তম গ্রেডের। ওয়েম্যান  পদের বেতন হলো (গ্রেড-১৯) ৮,৫০০- ২০,৫৭০/- টাকা। প্রতিমাসে ওয়েম্যান গ্রেড অনুযায়ী সমপরিমান টাকা বেতন পাবেন।

ওয়েম্যান পদে আবেদনের যোগ্যতা ও বয়স 

  • ওয়েম্যান পদের আবেদন করার শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
  • বয়স সীমাঃ  ওয়েম্যান পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছরের (সাধারণ প্রার্থীদেরক্ষেত্রে) মধ্যে হতে হবে। বয়স পরিমাপ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া তারিখ অনুযায়ী।

আবেদন ফি

ওয়েম্যান পদে আবেদন করতে প্রত্যেক প্রার্থীকে খরচ করতে হবে ১১২ টাকা। টেলিটক সিমের এসএমএস মাধ্যমে এই টাকা দিতে হবে।

Leave a Comment