কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া এবং দূরত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল

ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গার নাম হল চেন্নাই। কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ নিয়ে বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। কলকাতা থেকে চেন্নাই এর দূরত্ব প্রায় ১,৬৬৭.৯ কিলোমিটার যা অনেকটাই দূরের একটা পথ। কলকাতা থেকে চেন্নাই যাওয়ার ক্ষেত্রে বিমান পথে যাতায়তের অপশন নির্বাচন করেন অনেক মানুষ। চেন্নাই খুবই উন্নত একটি জায়গা যেখানে অধিকাংশ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোই অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে অনেক মানুষই গিয়ে থাকে চেন্নাই।

কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া 2024

ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে চেন্নাই যাবার কথা ভাবছেন। অনেকে আছেন যারা চিকিৎসার জন্য আবার অনেকেই আছেন চেন্নাই নানান রকম কাজের তাগিদে যেতে পারেন। স্থল পথে কলকাতা থেকে চেন্নাই যেতে প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টার মতন সময় লাগে।তবে বিমান যোগে যেতে আপনার  ১ থেকে দেড় ঘন্টার মতন লাগবে। যা স্থলপথের থেকে আকাশ পথে অনেকটাই কম সময় ব্যয় হয়।

কলকাতা থেকে বেশ কিছু এয়ার লাইনস নিয়মিত ফ্লাইট পরিচলনা করে এর মধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ারএশিয়া ইন্ডিয়া, ভিসতারা, এই কয়টি এয়ারলাইন্স নিয়মিত কলকাতা থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা করে চলেছে। এয়ারলাইন্সগুলোর টিকেট বুক করা যাবে অনলাইনে কিংবা সরাসরি এয়ারলাইন্সের অফিস থেকে।

কলকাতা থেকে চেন্নাই বিমান টিকিটের মূল্য সর্বনিম্ন ৪৫০০ থেকে শুরু করে ৬৪০০ রুপি, বাংলাদেশী টাকায় প্রায় ৮ হাজার টাকা আর সর্বোচ্চ ২ লক্ষ টাকা মত ভাড়া নিতে পারে।

এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ৫৭৯০ রুপিতে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সর্বনিম্ন খরচ বাংলাদেশি টাকায় ৮ হাজার টাকার আশপাশে খরচ হতে পারে। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের সিট ৪১ হাজার থেকে ৪২ হাজার টাকার মত লাগতে পারে।

বিজনেস ক্লাসের ফ্লাইটের ক্ষেত্রে বিভিন্ন প্রাইস ভিসতারা ও ইন্ডিগো ৩২ হাজার ভারতীয় রুপি থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ রুপি দামেও কলকাতা থেকে চেন্নাই বিমান ভাড়ার সুযোগ রয়েছে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট না পেলে এর চেয়ে কিছুটা বেশি দামে ভিসতারা ও ইন্ডিগোর ফ্লাইট পেয়ে যাবেন। আর আপনি যদি বিজনেস ক্লাসের সিট এর খোঁজে থাকেন তাহলে একাধিক এয়ারলাইনের কাছে পেয়ে যাবেন আপনার খোঁজের সমাধান।

কলকাতা টু চেন্নাই দূরত্ব 

কলকাতা থেকে চেন্নাই এর দূরত্ব প্রায় ১,৬৬৭.৯ কিলোমিটার। কলকাতা এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ চিকিৎসা ও ভ্রমণ করতে যায়। অনেক অসুস্থ ব্যক্তিদের এত দূর পথ অতিক্রম করতে কষ্ট হয় সে জন্য তাদের জন্য বিমানযোগে চেন্নাই যাওয়ায় উত্তম পন্থা।

Leave a Comment