ব্যুরো ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুরো ফাউন্ডেশনসঞ্চয় ও ঋণ কর্মসূচীর মাধ্যমে সদস্যদের বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করে তাদের বর্তমান আর্থ-সামাজিক অবষ্থার ইতিবাচক পরিবর্তনে সংস্থা উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। সম্প্রতি প্রকাশিত ব্যুরো ফাউন্ডেশন চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
ব্যুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলারের যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | ব্যুরো বাংলাদেশ এনজিও |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ১৮ |
বয়স | সর্বোচ্চ ৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | MATS |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ফ্রী টাকা |
আবেদন শুরু | ১২ জুন ২০২২ |
আবেদন শেষ | ০৪ জুলাই ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.burobd.org |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।ব্যুরো ফাউন্ডেশন জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
ব্যুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ উন্নয়ন সহযোগী Opportunity International Australia -এর সহযোগিতায়
টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় প্রান্তিক জনগোষ্টার
স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি” বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য
শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে প্রকল্পভূক্ত জেলাসমুহের বিভিন্ন শাখায় এবং টাঙ্গাইল জেলায় অবস্থিত কমিউনিটি হেলথ
কেয়ার সেন্টারে নিন্নোক্ত পদসমূহে জরুরিভিত্তিতে লোক নিয়োগ করা হবে। নিম্নে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হলোঃ
পদের নামঃ হেলথ সুপারভাইজার
চাকুরীর ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: MATS সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেক্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশনপ্রাপ্ত
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী:
* স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা
* কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে
* প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে এবং বাইসাইকেল চালিয়ে কাজ করা বাধ্যতামূলক
* প্রকল্প এলাকার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে
* বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিখিলযোগ্য এবং বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন কাম্য নয়।
প্রকল্প চাহিদার প্রেক্ষিতে পদের সংখ্যা কম-বেশি হতে পারে।
কর্মস্থল: প্রকল্পভুক্ত জেলায় অবস্থিত বুরো বাংলাদেশের ঘে কোনো শাখা কার্যালয়
বেতন: সর্ব সাকুল্যে ১৫,০০০ টাকা, এছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন

আবেদনের শেষ তারিখঃ
ই-মেইলঃ burofoundation@gmail.com
website: www.burobd.org
buro bangladesh job circular 2022
Ongoing Development Projects:
1.Enhanced Institutional Capacity on WaterCredit Program
2.Small and Marginal Sized Farmers Agricultural Productivity Improvement and Diversification Financing Project” (SMAP)
3.Financial Inclusion Literacy for Strengthening Entrepreneurial Capacity
4.Digital Financial Services Project
5.INSPIRED Project
6.Rural Piped Water Supply Project
Budget Formulation and Variance Analysis
The initial budget planning starts at the branch level. A yearly budget is split into monthly figures spelling out financial and program targets. All branch budgets are consolidated in the head office to formulate the organization’s aggregate budget. Financial monitoring is carried out monthly based on budget variance, MIS and FIS reports.
বুরো বাংলাদেশ নিয়োগ 2021
দেশের ও বিদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ক্লিক করুন এখানেঃভ্রমণ ও দর্শনীয় স্থান
স্বাস্থ্য সম্পর্কে যেকোন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্বাস্থ্য কর্নার
সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর
পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট
বুরো বাংলাদেশ নিয়োগ 2022,বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২,বুরো বাংলাদেশ নিয়োগ সার্কুলার ২০২২,বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২,বুরো বাংলাদেশ চাকরি ২০২২ ,বুরো বাংলাদেশ ঢাকা,বুরো বাংলাদেশ ২০২২ ,brac ngo job circular 2022,all ngo job circular 2022,buro bangladesh job circular june 2022,project job circular 2022,buro bangladesh ngo job circular,ngo job circular 2022 bangladesh,buro bangladesh salary structure,sss ngo job circular 2022