প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী।
সম্প্রতি প্রাণ গুরুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন,ইনসেন্টিভ,বিদেশ গমন,পদোন্নতি,বাৎসরিক বেতন বৃদ্ধি ইত্যাদি নতুন অবকাঠামোর উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে ।আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে ।
১।পদের নাম ঃ সেলস রিপ্রেজেন্টেটিভ /শোরুম সেলস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা ঃ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাশ হতে হবে ।জিপিএ নূন্যতম ২.০০ থাকতে হবে।
বয়স ঃ ২০ থেকে ৩৫ বছর ।
নূন্যতম উচচতা ঃ ৫ ফুট ২ ইঞ্চি।
প্রার্থীকে অবশ্যই সুসাস্থ্যের অধিকারী হতে হবে ।এবং যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
১।পদের নাম ঃড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা ঃ অষ্টম শ্রেনী পাস হতে হবে ।
বয়স ঃ ২৫-৪০ বছর।
অভিজ্ঞতা ঃবৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

Interview Date: See The Image File above
Source: Bangladesh Pratidin, 19 November 2019
Interview Date: See The Image File above
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি,প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 2019,প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ,birbangla.com,