বাংলাদেশে সরকারি চাকুরীতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে সরকারী কর্ম কমিশন।এটি একটি সায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এটিকে ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশন বলা হয় । এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা।
সরকারী কর্মকমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাস করেছে ।আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
পিএসসি নন ক্যাডার সার্কুলার ২০১৯
১।পদের নাম ঃঅধ্যাপক (কারিগরি)
পদের সংখ্যা ঃ ৬ টি (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলোজি বিষয়ে পিএইচডি।
বেতন ঃ ৫৬,৬০০-৭৪,৪০০।
অভিজ্ঞতা ঃ ১২ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর ।
২।পদের নাম ঃপ্রিন্সিপল অফিসার
পদের সংখ্যা ঃ ১ টি (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা ঃ Extra masters with 2 years experience as master .
বেতন ঃ ৫৬,৬০০-৭৪,৪০০।
অভিজ্ঞতা ঃ ১২ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৭ বছর ।
৩।পদের নাম ঃউর্ধতন নৌ প্রশিক্ষক ।
পদের সংখ্যা ঃ ১ টি (স্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ঃ মাস্টার মেরিনার সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট ।
বেতন ঃ ৫০,০০০-৭১,২০০।
অভিজ্ঞতা ঃ বিদেশগামী জাহাজের নায়ক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর ।
৪।পদের নাম ঃসিস্টেম এনালিস্ট ।
পদের সংখ্যা ঃ ২টি (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংবা ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ।
বেতন ঃ ৪৩,০০০-৬৯,৮৫০।
অভিজ্ঞতা ঃ কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ৩ বছরের অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪০ বছর ।
৫।পদের নাম ঃসহযোগী অধ্যাপক (কারিগরি)
পদের সংখ্যা ঃ ৩ টি (স্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলোজি বিষয়ে পিএইচডি।
বেতন ঃ ৪৩,০০০-৬৯,৮৫০।
অভিজ্ঞতা ঃ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাকতায় ৯ বছরের অভিজ্ঞতা । ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর ।
৬।পদের নাম ঃ নৌ প্রশিক্ষক ।
পদের সংখ্যা ঃ ৩টি (স্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ঃ মাস্টার মেরিনার সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট ।
বেতন ঃ৪৩,০০০-৬৯,৮৫০।
অভিজ্ঞতা ঃ বিদেশগামী জাহাজের নায়ক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর ।
৭।পদের নাম ঃ প্রকৌশোলী প্রশিক্ষক ।
পদের সংখ্যা ঃ ১টি (স্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ঃ প্রথম শ্রেনীর প্রোকৌশল সার্টিফিকেট এবং মেরিন ডিসিপ্লেনে যেকোনো ডিগ্রী ।
বেতন ঃ৪৩,০০০-৬৯,৮৫০।
অভিজ্ঞতা ঃ বিদেশগামী জাহাজের নায়ক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর।
৮।পদের নাম ঃসহযোগী অধ্যাপক (সিভিল -১ টি ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-১টি)
পদের সংখ্যা ঃ ২টি (স্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা ঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী ।
বেতন ঃ ৪৩,০০০-৬৯,৮৫০।
অভিজ্ঞতা ঃ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাকতায় ৯ বছরের অভিজ্ঞতা । ।
বয়স ঃ সর্বোচ্চ ৪৫ বছর ।
ছাড়া আরো কিছু পদে নিয়োগ দেওয়া হবে ।সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
পিএসসি নন ক্যাডার সার্কুলার ২০১৯
BPSC None Cadre Job Circular 2019

Download Full Circular
Application Instructions:
Application Deadline: 09 January 2020 6PM
Application Fee Submission Last Date: 12 January 2020 6PM
Apply Online: bpsc.teletalk.com.bd
পিএসসি নন ক্যাডার সার্কুলার ২০১৯,পিএসসি নন ক্যাডার প্রস্তুতি,bpsc non cadre teacher job circular 2019,পিএসসি নন ক্যাডার জব,পিএসসি নন ক্যাডার নিয়োগ,bpsc non cadre circular 2019 pdf,bpsc non cadre job circular 2019 pdf,bpsc non cadre job circular 2019 pdf download,birbangla.com,