পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয় দেশের সার্বিক পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত।এ মন্ত্রণালয় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং এর আওতাধীন দপ্তরসমূহের পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য সকল প্রকার নীতি, পরিকল্পনা, কর্মকৌশল, নির্দেশমালা এবং আইন, বিধি-বিধান, রেগুলেশন ইত্যাদি প্রণয়ন করে থাকে।সম্প্রতি পানি সম্পদ মন্ত্রালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
১।পদের নামঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১
শিক্ষগত যোগ্যতাঃ অর্থনীতীতে স্নাতোকোত্তর।
বেতনঃ৫০,০০০-৭১,২০০।
২।পদের নামঃ উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১
শিক্ষগত যোগ্যতাঃ অর্থনীতীতে স্নাতোকোত্তর।
বেতনঃ৩৫,৫০০-৬৭,০১০।
৩।পদের নামঃ উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা(সমাজ)
পদের সংখ্যাঃ ০১
শিক্ষগত যোগ্যতাঃ সমাজবিজ্ঞানে স্নাতোকোত্তর।
বেতনঃ৩৫,৫০০-৬৭,০১০।
৪।পদের নামঃঅফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০১
শিক্ষগত যোগ্যতাঃ এসএসসি পাশ
বেতনঃ৮,২৫০-২০,০১০।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Application Deadline: 25 October 2020
আবেদন সম্পর্কিত তথ্য জানতে ভিজিট করুনঃhttp://mowr.teletalk.com.bd
Visit Website: www.warpo.gov.bd
প্রতিষ্ঠান পরিচিতি
মন্ত্রণালয় বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন, নদীতীর ভাঙ্গন প্রতিরোধ, ব-দ্বীপ উন্নয়ন, ভূমি পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নের মাধ্যমে ব্যারেজ, রেগুলেটর, স্লুইস, খাল, বেড়িবাঁধ, রাবার ড্যাম, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উপকূলীয় বাঁধ নির্মাণ ও খাল খনন-পুনঃখনন করে সেচ, জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধ, নদীর তীর ভাঙ্গন প্রতিরোধ, ভূমি পুনরুদ্ধার ইত্যাদি সেবাসমূহ প্রদান করে থাকে।
Ministry of Water Resources mowr Job Circular 2020
পানি সম্পদ মন্ত্রণালয় চাকরি,mowr.gov.bd circular,ministry of water resources job circular 2020,www.mowr.gov.bd